যুক্তরাষ্ট্র নির্মিত ভয়ংকর হিমার্স রকেট আটকে দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার। এ ছাড়া জিপিএস সুবিধা ব্যবহারকারী আর্টিলারির হামলাও আটকে দিতে পারে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এ কথা বলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সেই রেজনিকভ।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান, গত বছর প্রথমবার যুদ্ধক্ষেত্রে হিমার্স এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এগুলো অনেক নির্ভুলভাবে কাজ করে। কিন্তু রাশিয়ার রয়েছে শক্তিশালী রেডিও-ইলেকট্রনিক সিস্টেম। এটি হিমার্সসহ অন্যান্য অস্ত্রের গতিপথ সহজেই ধরে ফেলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন প্রযুক্তিনির্ভর যুদ্ধ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন রেজনিকভ।
রেজনিকভ বলেন, আমাদের মিত্রদের দেওয়া যে প্রযুক্তিই আমরা ব্যবহার করি না কেন, তার বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়ে হাজির হচ্ছে রাশিয়া। এমনকি মিত্রদের এ বিষয়টি জানানোর পর যখন তারা নতুন প্রযুক্তি পাঠায়, তখন আবার আরও নতুন প্রযুক্তি নিয়ে আসে রাশিয়া।’
রেজনিকভ বিশ্বের কাছ থেকে আরও সামরিক সহায়তা প্রত্যাশা করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে ইউক্রেনের চেয়ে ভালো অস্ত্র পরীক্ষাগার খুঁজে পাওয়া যাবে না।’
মন্তব্য করুন