কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন শক্তি পাচ্ছে ইউক্রেন, এখন কী করবে রাশিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তবে এসব যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় মিত্ররা দেবে বলেও জানান তিনি। খবর আরটি।

গতকাল বুধবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গুড মর্নিং আমেরিকা নামে এক অনুষ্ঠানের উপস্থাপক জর্জ স্টেফানোপোলোসকে এসব তথ্য জানান তিনি। এবারের ন্যাটো শীর্ষ সম্মেলন ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছে। সেখানে যোগ দিতেই ভিলনিয়াসে আসেন সুলিভান।

সুলিভান বলেন, ‘মিত্রদের সঙ্গে পরামর্শের পর কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের প্রশিক্ষণে কিছু সময় লাগবে। এরপরই এফ-১৬ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অতিরিক্ত রয়েছে এমন ইউরোপীয় মিত্র দেশগুলোই এসব বিমান কিয়েভকে দেবে।’

এর আগে গত মঙ্গলবার আগস্ট মাসে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ রোমানিয়ায় শুরু হবে বলে জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

এ সময় তার সঙ্গে ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলংগ্রেন ও ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পউলসেন উপস্থিত ছিলেন।

রেসনিকভ বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচিতে ছয় মাসের বেশি লাগবে না। এরপর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করবে করা হবে। এফ-১৬ ব্যবহারে যুদ্ধের গতি পাল্টাবে বলেও অনেক দিন ধরে বলে আসছে দেশটি।

এফ-১৬ চালানোয় ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে ১১ সদস্যের একটি জোট গঠন করেছে ন্যাটো। এ জোটের নেতৃত্বে রয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পউলসেন বলেন, ‘আশা করি, আগামী বছরের শুরুতে আমরা এর ফল পাব।’

প্রথম দিকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চালানোর ওপর ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ নিয়ে বিভক্ত হয়ে পড়ে পশ্চিমা দেশগুলো। এরপর গত মে মাসে জাপানে অনুষ্ঠিত জি৭ এর সম্মেলনে এ বিষয়ে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়া হয়।

তবে পশ্চিমাদের এমন সিদ্ধান্তে নাখোশ রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে আহ্বান করে আসছে তারা। মস্কো বলছে, ইউক্রেনকে অস্ত্র দিলে সংঘাতের ফল পরিবর্তন হয়ে যাবে না। বরং এর ফলে ন্যাটো ও রাশিয়ার মুখোমুখি সংঘাতের ঝুঁকি বাড়বে।

গত মে মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনকে এফ-১৬ দেওয়া হলে তা হবে যুদ্ধের অগ্রহণযোগ্য মাত্রা বৃদ্ধি। এ সময় পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলেও সতর্ক করেন তিনি।

গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেন, পশ্চিমাদের দেওয়া যুদ্ধ ট্যাংকের মতো এফ-১৬ যুদ্ধবিমানও গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি এসব যুদ্ধবিমান ইউক্রেনের বাইরে রাখা হলেও সেখানে হামলা করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১০

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

১১

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১২

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১৩

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১৪

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১৫

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১৬

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৭

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৮

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৯

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

২০
X