কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ভয়ংকর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বায়ে), ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ডানে)। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বায়ে), ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ডানে)। ছবি : সংগৃহীত

নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নতুন অস্ত্র প্রদর্শন করেছেন ভ্লাদিমির পুতিন। ‘দ্য স্কেপটর’ খেতাব পাওয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গোপন সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। ১২ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র ৮ হাজার ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ংকর হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ১০টি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব।

ব্রিটিশ সংবাদ দ্য সান জানিয়েছে, রুশ সেনাবাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ইউরোপে পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর পুতিন যে মহড়া শুরু করেছেন, তাতে এই প্রথমবার অ্যাকশনে দেখা গেল এই মিসাইলকে। রাশিয়ায় এই মিসাইল বুলাভা নামে পরিচিত। রুশ সেনাবাহিনী ভিডিও ফুটেজে দেখা যায়, পানির নিচে বড় বিস্ফোরণ হচ্ছে। আর কালো ধোঁয়াও বের হচ্ছে।

মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার আগে খুব দ্রুতগতিতে আকাশের দিকে ওঠে যায় আরএসএম-৫৬ বুলাভা। এই মিসাইলকে রাশিয়ার অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। এর আগে নর্দার্ন এবং প্যাসিফিক ফ্লিটের নৌ কর্মকর্তাদের সাতটি বোরেই-ক্লাস সাবমেরিন মহড়ায় মোতায়েন করতে দেখা যায়। ধারণা করা হয়, ওয়ারহেড বহনের জন্য ওই সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছিল। সাবমেরিনগুলোতে ১৬টি বুলাভা মিসাইল ছিল। সেগুলোর মধ্যে কয়েকটি ওই ফুটেজে ছুড়তে দেখা যায়।

গেল নভেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো বুলাভা মিসাইল ছুড়ে সাফল্য পাওয়ার কথা জানায়। তখন মস্কো জানিয়েছিল, শ্বেত সাগরে পানির নিচ থেকে রাশিয়ার উত্তরাঞ্চলে ছোড়া হয়েছিল বুলাভা। সেটি কয়েক হাজার মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ১৯৯০-র দশকে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ শুরু হয়েছিল।

ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নাক গলানো নিয়ে ইউরোপে পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় কিছু দিন আগে কৌশলগত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দেন পুতিন। ক্রেমলিন থেকে তখন কড়া ভাষায় পশ্চিমা নেতাদের জানিয়ে দেওয়া হয়, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে ‘বিশ্বজুড়ে বিপর্যয়’ নেমে আসবে।

রাশিয়ার হাতে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। প্রায় ৬ হাজার পরমাণু অস্ত্র থাকা রাশিয়ার কাছাকাছি রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র। কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেছে বুলাভার পরীক্ষা। পুতিন যে যুদ্ধ জয়ে যে কোনো কিছু করতে প্রস্তুত এই পরীক্ষা যেন তারই নমুনা, এমনটা বিশ্বাস সামরিক বিশেষজ্ঞদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

নিয়োগ দিচ্ছে মীনা বাজার

গাজীপুরে জবাইয়ের কারখানায় অভিযান, জীবিত–মৃত ৪৫ ঘোড়া জব্দ

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানানো চরমোনাইয়ের প্রার্থীর পোস্ট ভাইরাল

রাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, মেলেনি ফান্ডের হিসাব

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য শুরু হলো এনআইডি নিবন্ধন কার্যক্রম

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

বিশ্বকাপ জয়ের পরই বিয়ের পিঁড়িতে বসবেন রোনালদো!

জুলাই সনদ নিয়ে উদ্ভূত সংকটের সমাধান সরকারকেই করতে হবে: গণতন্ত্র মঞ্চ

১০

‘চ্যাম্পিয়ন’ পিএসজিকে হারিয়ে বায়ার্নের টানা ১৬ জয়

১১

কোর্তোয়ার বীরত্বেও রক্ষা পেল না রিয়াল মাদ্রিদ

১২

নেপালের বিপক্ষে মাঠে নামছে জামালরা, যেভাবে মিলবে টিকিট

১৩

‘ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নিতে হবে’

১৪

আমজনতার দলের নিবন্ধন না পাওয়া নিয়ে রাশেদের স্ট্যাটাস

১৫

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

১৭

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

১৮

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

১৯

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

২০
X