কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৪:৩২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে কি ফিলিস্তিন বিরোধিতা বাড়ছে?

জার্মানিতে ফিলিস্তিনি আন্দোলনে পুলিশের বাধা। ছবি: সংগৃহীত
জার্মানিতে ফিলিস্তিনি আন্দোলনে পুলিশের বাধা। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান লিগ্যাল সাপোর্ট সেন্টার (ইএলএসসি) গত ৬ জুন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ফিলিস্তিনি আন্দোলন দমনের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নথিতে দেখা গেছে, এসব দেশে ইসরায়েলের সমালোচনার সঙ্গে সম্পর্কিত সমাবেশের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর ব্যাপক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে তিনটি দেশের মধ্যে জার্মানির দিকে ফোকাস করা হয়েছে। সেখানে দেখা গেছে, ইহুদি-বিদ্বেষের মিথ্যা অভিযোগে কর্মচারীদের বরখাস্ত করা থেকে শুরু করে ফিলিস্তিনপন্থি ইভেন্টগুলোর জন্য জনসম্মুখে জায়গা দিতেও অস্বীকার করা হয়েছে।

জার্মানির একজন ফিলিস্তিনি অভিবাসী বলেন, একজন ফিলিস্তিনি অভিবাসী হিসেবে আমি সবকিছু প্রত্যক্ষ করেছি। গাজায় প্রায় তিন দশকের লাগাতার ইসরায়েলি আগ্রাসনের মধ্যে থেকে আমি ২০১৫ সালে জার্মানিতে এসেছি।

আমি যুদ্ধের ক্ষত, নৃশংস ইসরায়েলি অবরোধ, ইসরায়েলি দখলদারদের হাতে আমার জনগণের ক্রমাগত জাতিগত নির্মূল হতে দেখেছি। আমরা আমাদের মাতৃভূমি থেকে ক্ষমতাচ্যুত হয়েছি এবং যখনই আমি আমার জনগণের দুর্ভোগ সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি তখনই আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।

আমাকে ক্রমাগত সতর্ক করে দেওয়া হয়েছে যেন আমি যা বলছি সে বিষয়ে সতর্ক থাকি। তারা অজুহাত দিয়েছে, আমার কথা ‘জার্মান মূল্যবোধকে’ প্রতিফলিত করে না। আমাকে বলা হয়েছে, আমি একজন ইহুদিবিরোধী, আমি একজন সন্ত্রাসী।

আমি জার্মান মূলধারার মিডিয়াতে আমার কথাগুলো শোনানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি৷ যদি আমি একটি ইসরায়েলি সংবাদপত্রের জন্য লেখার চেষ্টা করতাম, তবে আমি জার্মান মিডিয়া আউটলেটগুলোতে যা পেয়েছি তার থেকে অনেক বেশি স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পেতাম।

জার্মানির ফিলিস্তিনি সম্প্রদায় ইউরোপের বৃহত্তম সম্প্রদায়গুলোর মধ্যে একটি। তবে পরিসংখ্যানে তাদের অদৃশ্য রাখা হয়। জার্মান পুলিশ এবং সংস্থাগুলো দ্বারা নিয়মিত ফিলিস্তিনিদের ভয় দেখানো হয় এবং নজরদারিতে রাখা হয়। ফিলিস্তিনিদের জার্মান মিডিয়াতে ইহুদিবিরোধী এবং সম্ভাব্য সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয়।

ফিলিস্তিনিদের বিরাজনীতিকরণের লক্ষ্যে এই কৌশলগুলো তাদের আবাসিক অবস্থা, চাকরির সন্ধান এমনকি বাসস্থান প্রাপ্তিকে প্রভাবিত করতে পারে।

এটি ফিলিস্তিনি জার্মানদের ওপর প্রভাব ফেলেছে। তাদের অনেকেই এখন কথা বলতে ভয় পায়। আর যারা ভয় পায় না তারা জার্মানিতে অন্য সবাই যে স্বাধীন মতপ্রকাশের অধিকার ভোগ করে তা দাবি করার জন্য তাদের নেতৃত্বে নিরন্তর সংগ্রামে ক্লান্ত। ফিলিস্তিনি বুদ্ধিজীবীদের প্রকাশ্যে আক্রমণ করা হয়েছে এবং কলঙ্কিত করা হয়েছে, যা প্রায়ই তাদের কর্মজীবনকে প্রভাবিত করেছে।

তবুও জার্মানিতে ফিলিস্তিনিরা রাষ্ট্রীয় নিপীড়ন এবং নীরবতা প্রতিরোধ করে চলেছে। ফিলিস্তিনিদের একটি তরুণ প্রজন্ম আছে যারা জার্মান রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে চায় না। অপমান ও চাপের মুখে তারা চুপ থাকে না। প্যালেস্টিনা স্প্রিচ (প্যালেস্টাইন স্পিকস)-এর মতো সংস্থাগুলো জনসাধারণের প্রতিক্রিয়া এবং চ্যালেঞ্জ ছাড়াই কোনো দমনপীড়নকে চলতে দিচ্ছে না।

এখন সময় এসেছে ফিলিস্তিনকে জার্মান অপরাধ থেকে মুক্ত করার। সময় এসেছে জার্মান মূল্যবোধের নামে ফিলিস্তিনিদের মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া বন্ধ করার। জার্মানদের উচিত ফিলিস্তিনিদের ন্যায় ও মুক্তির সংগ্রামকে আলিঙ্গন করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের একাধিক আয়াতে যে ভূখণ্ডকে বরকতময় বলা হয়েছে

রিফাইন্ড আ.লীগ তৈরিতে কাজ করছে খুলনার আলোচিত ডা. শেখ বাহারুল

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চুলাই মদ

শামুকখোল পাখির ডাকে ঘুম ভাঙে যে গ্রামের

বাদ গেলেন তিশা, যুক্ত হলেন সৃজিতের বান্ধবী সুস্মিতা

রাজশাহীতে রেলওয়ের প্রধান কার্যালয়ে দুদকের হানা

ট্রাম্প কি নোবেল পুরস্কার পাচ্ছেন?

জন্ম নিবন্ধন ছাড়াও পাওয়া যাবে টাইফয়েডের টিকা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

সারা দেশের ২০ অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

১০

শহিদুল আলমকে নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

১১

১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ উপদেষ্টার

১২

‘বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে’

১৩

প্রজ্ঞাপন জারি, নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

১৪

‘নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

১৫

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ 

১৬

নদীভাঙনে বদলে যাচ্ছে জামালপুরের মানচিত্র!

১৭

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা

১৮

সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / দেশে ফিরলেন দুবাইয়ে জাহাজে আটক সেই সিফাত

২০
X