চরমপন্থার অভিযোগে ইগর গিরকিন নামে রাশিয়ার সাবেক এক সেনা কমান্ডারকে আটক করেছে মস্কো। তিনি ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত দনবাস শহরের কমান্ডার ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্রিলকভ’ নামে পরিচিত ছিলেন।
শুক্রবার (২১ জুলাই) তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আলেকজান্ডার মলখোভ ও তার স্ত্রী মিরাস্লোভা রেগিনিস্কায়া।
গিরকিনকে আটকের দিন বিকেলে মেশচানিস্কি কোর্টে হাজির করা হয়। আদালত তাকে বিচার চলার সময় পর্যন্ত দুই মাসের জন্য কারাগারে পাঠান।
সাবেক এ সেনা কমান্ডার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সদস্য ছিলেন। অবসরের পর তিনি একটি টেলিগ্রাম চ্যানেল খুলেন। যেখানে তিনি দ্রুত জনপ্রিয়তা পান এবং চ্যানেলটিতে তার ৯ লাখ ফলোয়ার ছিল।
রাশিয়ার সেনাবাহিনীর প্রধানদের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা ও ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য তিনি পরিচিত ছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি।
মন্তব্য করুন