কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কের টানাপোড়েনেও বেড়েছে ভারত-বাংলাদেশিদের বিয়ের সংখ্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সীমন্তসহ নানা ইস্যু নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়। কিন্তু এই উত্তেজনা ‘আন্তঃদেশীয় বিয়ের’ হার কমাতে পারেনি; বরং ২০২৪ সালে আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১০০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষদের সঙ্গে বিয়ের জন্য আবেদন করেছেন, পাশাপাশি ১১ বাংলাদেশি পুরুষও ভারতীয় নারীদের বিয়ের জন্য আবেদন করেছেন।

এছাড়া গত পাঁচ বছরে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত, প্রায় ৪৮৬ বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিকদের সঙ্গে বিয়ে করার জন্য আবেদন করেছেন।

এই পরিসংখ্যান প্রমাণ করে যে, রাজনৈতিক উত্তেজনা, সীমানার সমস্যা কিংবা ধর্মীয় পার্থক্য কিছুই এই সম্পর্কের মধ্যে বাধা হতে পারেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব আইন, যেখানে বিদেশি নাগরিকরা ভারতীয় নাগরিকদের বিয়ে করার মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারেন, এটি আরও সহজ করে দিয়েছে বিয়ের প্রক্রিয়া। ফলে বাংলাদেশি-ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়ে গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নাগরিকদের বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ে করার প্রক্রিয়া সহজ করে দিয়েছে, যা এই বিয়ের প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে, বাংলাদেশি নারীরা, যারা ভারতের নাগরিকদের বিয়ে করছেন, তাদেরও ভারতে বসবাসের সুযোগ রয়েছে এবং নাগরিকত্ব লাভের সম্ভাবনা বেড়েছে।

উল্লেখ্য, ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, যদি কোনো বিদেশি ভারতীয় নাগরিককে বিয়ে করেন, তবে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেইসাথে, যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন, তখন ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে।

রেকর্ড অনুযায়ী, গত পাঁচ বছরে ৪১০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষকে বিয়ে করেছেন এবং ৭৬ বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন। ২০২৪ সালে ১০০ বাংলাদেশি নারী, যাদের মধ্যে ৭৯ জন হিন্দু, ১৬ জন মুসলিম এবং ৫ জন খ্রিস্টান ভারতীয়দের বিয়ে করার জন্য আবেদন করেছেন।

অপরদিকে, ১১ বাংলাদেশি পুরুষের মধ্যে ৯ জন হিন্দু এবং ২ জন মুসলিম ভারতীয় নারীদের বিয়ে করার জন্য আবেদন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে দাভোস সম্মেলনে সানগ্লাস পরে বক্তব্য দিলেন মাখোঁ

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

গণভোট নিয়ে অবস্থান জানাল বিএনপি

নতুন পে স্কেল অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করল কমিশন?

ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ করে দিল সরকার

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ : মেয়র শাহাদাত

বছরে ১০-২০টি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে উত্তর কোরিয়া

র‍্যাঙ্কিংয়ে নতুন রাজার নাম ঘোষণা করল আইসিসি

খালেদা জিয়া বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন : ড. মোশাররফ

১০

এ সপ্তাহের হলি-ওটিটি

১১

শরীয়তপুরের ৩টি আসনে নুরুদ্দিন অপুসহ ২১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১২

অপ্রতিরোধ্য বাংলাদেশ, শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল আজ 

১৩

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

১৪

আইসিসি না বাংলাদেশ—কে পিছু হটবে আগে?

১৫

এনসিপিকে ছেড়ে দেওয়া যেসব আসনে জামায়াতের প্রার্থীরা সরেননি

১৬

কুমিল্লা-৩ আসন / বিএনপির প্রার্থী কায়কোবাদকে ঠেকাতে ষড়যন্ত্রের নেপথ্যে আ.লীগের সাবেক এমপি ও উপদেষ্টা

১৭

‘না’ ভোটে অবস্থান নেওয়া দল রক্তের সঙ্গে বেঈমানি করবে : নৌপরিবহন উপদেষ্টা

১৮

যেভাবে নজর কাড়লেন ওসাকা

১৯

বিছানা ও পুরুষ নিয়ে টাবুর ‘বিতর্কিত’ মন্তব্য! নেপথ্যে আসল সত্য কী?

২০
X