কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কের টানাপোড়েনেও বেড়েছে ভারত-বাংলাদেশিদের বিয়ের সংখ্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সীমন্তসহ নানা ইস্যু নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়। কিন্তু এই উত্তেজনা ‘আন্তঃদেশীয় বিয়ের’ হার কমাতে পারেনি; বরং ২০২৪ সালে আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১০০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষদের সঙ্গে বিয়ের জন্য আবেদন করেছেন, পাশাপাশি ১১ বাংলাদেশি পুরুষও ভারতীয় নারীদের বিয়ের জন্য আবেদন করেছেন।

এছাড়া গত পাঁচ বছরে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত, প্রায় ৪৮৬ বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিকদের সঙ্গে বিয়ে করার জন্য আবেদন করেছেন।

এই পরিসংখ্যান প্রমাণ করে যে, রাজনৈতিক উত্তেজনা, সীমানার সমস্যা কিংবা ধর্মীয় পার্থক্য কিছুই এই সম্পর্কের মধ্যে বাধা হতে পারেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব আইন, যেখানে বিদেশি নাগরিকরা ভারতীয় নাগরিকদের বিয়ে করার মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারেন, এটি আরও সহজ করে দিয়েছে বিয়ের প্রক্রিয়া। ফলে বাংলাদেশি-ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়ে গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নাগরিকদের বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ে করার প্রক্রিয়া সহজ করে দিয়েছে, যা এই বিয়ের প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে, বাংলাদেশি নারীরা, যারা ভারতের নাগরিকদের বিয়ে করছেন, তাদেরও ভারতে বসবাসের সুযোগ রয়েছে এবং নাগরিকত্ব লাভের সম্ভাবনা বেড়েছে।

উল্লেখ্য, ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, যদি কোনো বিদেশি ভারতীয় নাগরিককে বিয়ে করেন, তবে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেইসাথে, যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন, তখন ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে।

রেকর্ড অনুযায়ী, গত পাঁচ বছরে ৪১০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষকে বিয়ে করেছেন এবং ৭৬ বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন। ২০২৪ সালে ১০০ বাংলাদেশি নারী, যাদের মধ্যে ৭৯ জন হিন্দু, ১৬ জন মুসলিম এবং ৫ জন খ্রিস্টান ভারতীয়দের বিয়ে করার জন্য আবেদন করেছেন।

অপরদিকে, ১১ বাংলাদেশি পুরুষের মধ্যে ৯ জন হিন্দু এবং ২ জন মুসলিম ভারতীয় নারীদের বিয়ে করার জন্য আবেদন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X