কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনের মানচিত্রে অরুণাচল, তীব্র প্রতিবাদ ভারতের

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভারতের অরুণাচল ও আকসাই চীনকে নিজেদের দাবি করে চীনের নতুন মানচিত্র প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। আজ বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতের ভূখণ্ড নিজেদের দাবি করে চীনের তথাকথিত ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’ নিয়ে আজ (গতকাল) আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা পক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

তিনি বলেন, এগুলোর কোনো ভিত্তি না থাকায় আমরা খারিজ করে দিয়েছি। চীনের এ ধরনের পদক্ষেপ শুধু সীমানা ইস্যুর সমাধান জটিল করবে।

এর আগে গতকাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের অরুণাচল ও আকসাই চীনকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। শুধু ভারতের দুই প্রদেশই নয়, এবারের মানচিত্রে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের যে অংশ চীন নিজেদের বলছে, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনেই সেই অংশের দাবিদার।

চীনা সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, জাতীয় জরিপ ও মানচিত্র প্রচার দিবস উপলক্ষে চীনের প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রণালয় এই নতুন মানচিত্র প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নতুন মানচিত্রের ছবি পোস্ট করে চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চীন ও অন্যান্য দেশের সীমারেখা মেনেই এই মানচিত্র তৈরি করা হয়েছে।

চীনের এই মানচিত্রের খবর সামনে আসতেই এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এটা চীনের পুরোনো অভ্যাস। চীনাদের এমন দাবিতে কিছু যায়-আসে না।

তিনি বলেন, তাদের ভূখণ্ড নয়, এমন জমি নিয়ে চীন মানচিত্র তৈরি করেছে। এটি তাদের পুরোনো অভ্যাস। ভারতের অংশ নিয়ে মানচিত্র তৈরি করলে... এতে কিছু পরিবর্তন হয়ে যাবে না। আমাদের অঞ্চল নিয়ে আমাদের সরকারের ধারণা খুব স্পষ্ট। অযৌক্তিক দাবি করলেই অন্যের অঞ্চল আপনার হয়ে যাবে না।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে থাকে বেইজিং। গত এপ্রিলে অরুণাচলের ১১টি এলাকার নাম চীনা ভাষায় পরিবর্তন করেছিল বেইজিং। তখনো চীনের এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করে দেয় ভারত সরকার। তখন ভারত জানিয়েছিল, অরুণাচল তাদের অবিচ্ছেদ্য অংশ এবং সব সময় থাকবে।

গত বছরের ডিসেম্বরে অরুণাচলের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এএলসি) বরাবার চীনা ও ভারতীয় সেনা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এ ঘটনার পর এএলসি ও অরুণাচলে সামরিক নিরাপত্তা জোরদার করে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

মহাসড়কে শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

চানখাঁরপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সৈয়দা জুয়েলী

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান : ফখরুল

দুই নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ঘোষণা

আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান 

আপনার তোয়ালে কি সত্যিই পরিষ্কার

১০

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল 

১১

বাগদান সারলেন মধুমিতা সরকার

১২

১৫ জেলায় নিয়োগ দিচ্ছে বেসরকারি ব্যাংক

১৩

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

১৪

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

১৫

যে ৮০ কেন্দ্রে টিকা নিতে পারবেন হজযাত্রীরা

১৬

শবেবরাত কবে জানা যাবে সন্ধ্যায়

১৭

বিপিএল প্লে-অফে কে খেলবে কার বিপক্ষে

১৮

হেনস্তার শিকার জনপ্রিয় অভিনেত্রী অহনা 

১৯

বিএনপি প্রার্থীকে শোকজ

২০
X