সময়ের সদ্বব্যবহারে উপদেশ অনেকেই দিয়ে থাকেন। তবে এবার যেন সময়ের সদ্ব্যবহার করেছে এক গ্রামবাসী। ঘন কুয়াশায় দুর্ঘটনায় পড়েছে গাড়ি, আর তাতেই উৎসবে মেতে উঠেছেন তারা। বুধবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। তবে দুর্ঘটনার মধ্যেও উপহার হাতে পেয়েছেন গ্রামবাসী। দুর্ঘটনাকবলিত গাড়ির মধ্যে একটি মুরগিবাহী গাড়ি ছিল। আর তাতেই উদ্ধারের বদলে হরিলুট উৎসবে মেতেছেন এলাকাবাসী।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় মহাসড়কে ঘটা দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিতে ক্রেন মোতায়েন করা হয়েছে।
Viral Video: Truck Carrying Chicken Crashes on UP Highway; Then This Happens... https://t.co/oz99VMFiD1 pic.twitter.com/LguFpeMbvo — The Kashmir Monitor (@Kashmir_Monitor) December 27, 2023
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুয়াশার কারণে অন্তত তিনটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এগুলোর মধ্যে একটি ট্রাকও রয়েছে। বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি ব্রয়লার মুরগি নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার শব্দ পেয়ে গ্রামবাসী ট্রাকটি থেকে সমানে হরিলুট করা শুরু করে গ্রামবাসী। এমনকি অনেকে লুটের জন্য বাড়ি থেকে বস্তা নিয়ে এসেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর লুটের জন্য অনেকে হেঁটে আবার অনেকে হয়তো বাইকে করে ছুটে এসেছেন। এমনকি একাধিকবারও লুট করে থাকতে পারেন একেকজন।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অন্তত ৫০০ মুরগি ছিল। ভারতের বাজারে যার আনুমানিক মূল্য ছিল দেড় লাখ রুপি।
মন্তব্য করুন