কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মোদির সংসদে কে হবেন বিরোধী দলীয় নেতা?

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছবি : সংগৃহীত
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছবি : সংগৃহীত

গত দুই লোকসভা নির্বাচনে ন্যূনতম আসন বাগে আনতে পারেনি কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অন্য। লোকসভায় সরকার গঠন করতে না পারলেও ২৩৪টি আসন দখলে নিতে সক্ষম হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কংগ্রেস একাই জিতেছে ৯৯টি আসন। অর্থাৎ বিরোধী চেয়ারে বসে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে কংগ্রেসের হাতে।

প্রকৃত অর্থে, ১০ বছর পর পার্লামেন্টে বিরোধী দলনেতা পাচ্ছে ভারত। আর সেই পদে দলের প্রধান মুখ রাহুল গান্ধীকে চাইছে কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাস হয়েছে।

আর এই বৈঠকে সোনিয়া গান্ধীকে দলের সংসদীয় দলের নেতৃত্ব দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ আসন পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সংদস্য সদস্য প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। তবে এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সংদস্য সদস্য।

কংগ্রেসের পাওয়া আসন ছাড়াও সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি।

ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস নেতারা একবাক্যে স্বীকার করেছেন, দুই লোকসভার পর দল যে ঘুরে দাঁড়ানোর সংকেত দিচ্ছে, সেটার নেপথ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা। যে তৎপরতার সঙ্গে তিনি কংগ্রেসের কথা মানুষের সামনে তুলে ধরেছেন, সেটারও প্রশংসা করেছেন দলের শীর্ষ নেতারা।

কংগ্রেস নেতারা মনে করছেন, এবারের লোকসভা নির্বাচনে এই ভালো ফলাফলের কৃতিত্ব পুরোটাই রাহুলের। এমনকি খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজেও রাহুলকেই বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে অনুরোধ করেছেন।

যদিও রাহুল শেষ পর্যন্ত ওই পদ গ্রহণ করবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলনেতা হলে রাহুলকে আটকে থাকতে হবে সংসদেই। মাঠে নেমে সংগঠনের ভোল বদলানোর যে চেষ্টা তিনি করছেন বা ভারত জোড়ো যাত্রার মাধ্যমে জনসংযোগের যে চেষ্টা করছেন, সেটা বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে করা কঠিন হবে।

আবার সোনিয়া গান্ধী ইতোমধ্যেই কংগ্রেসের সংসদীয় দলের নেত্রীর পদে রয়েছেন। রাহুল যদি লোকসভার নেতা হয়ে যান, তাহলে আবারও পরিবারতন্ত্রের অভিযোগে সরব হওয়ার সুযোগ পাবে বিরোধীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১০

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১১

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৩

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৪

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৫

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৬

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৭

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৮

যুবদল নেতাকে বহিষ্কার

১৯

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

২০
X