কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০২:২৬ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলে ৯০টি রকেট নিক্ষেপ

উত্তর ইসরায়েলের একটি এলাকায় লেবানন থেকে আসা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি। ছবি: এএফপি
উত্তর ইসরায়েলের একটি এলাকায় লেবানন থেকে আসা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি। ছবি: এএফপি

লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে অন্তত ৯০টি রকেট ছোড়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এসব রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

অন্যদিকে, ইসরায়েলি হামলায় গতকাল লেবাননে অন্তত ৪১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১২৪ জন।

আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা রকেটগুলোর মধ্যে একটি ইসরায়েলের উত্তরের শহর হাইফায় আঘাত হানে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কয়েকটি রকেট হামলার দায় স্বীকার করেছে।

এর আগে, সোমবার লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় ১১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা সীমান্ত উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। এর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল গত মাস থেকে লেবাননে বোমা হামলা জোরদার করেছে এবং এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ স্থল অভিযানের পর থেকে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিজবুল্লাহর দ্বারা ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায়, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা হবে নির্দয় এবং তা অব্যাহত থাকবে।

লেবানন সরকারের জরুরি কমিটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ১৪৬টি আক্রমণ চালিয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ১০ হাজার হামলা চালিয়েছে লেবাননে।

মধ্যপ্রাচ্যে চলমান এ সংঘাত ক্রমশই তীব্রতর হয়ে উঠছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

একক কনসার্টের মধ্য দিয়ে হায়েনা এক্সপ্রেসকে বিদায় জানাবে সোনার বাংলা সার্কাস

তদবির-ভয়ভীতির অভিযোগে উইলস লিটল স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হোয়াইটওয়াশের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন ২ টাইগার ক্রিকেটার

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

রাকসুর জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি : প্রধান নির্বাচন কমিশন

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, প্রাণ গেল নারীর

বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

চার জেলায় নতুন ডিসি

১০

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১১

জকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য থাকবে পৃথক বুথ

১২

রাকসুতে কোন ভবনে কত ভোট, কার কেন্দ্র কোনটি

১৩

সাভারে আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ২২

১৪

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

১৫

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভার তারিখ নির্ধারণ

১৬

‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান আর নেই

১৭

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেল মন্ত্রণালয়

১৮

ল্যাবএইডের কর্ণধার সাকিফ শামীমকে নিয়ে ফিচার করল ‘ইউএসএ টুডে’

১৯

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

২০
X