রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় এক চিকিৎসক পরিবারের ৯ সন্তান নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলার পর উদ্ধার অভিযানে সহায়তা করতে আসা নিস্তদ্ধ, বিমর্ষ এক তরুণ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের বিমান হামলার পর উদ্ধার অভিযানে সহায়তা করতে আসা নিস্তদ্ধ, বিমর্ষ এক তরুণ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ এক হামলায় এক নারী চিকিৎসকের পরিবারের ৯টি সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার আরেক সন্তান ও স্বামী।

শুক্রবার (২৪ মে) গাজার খান ইউনিসে চালানো এই বর্বর হামলায় মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় একটি সম্পূর্ণ পরিবার। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মা আলা আল নাজার নামের ওই নারী চিকিৎসক গাজার নাসের হাসপাতালে কর্মরত ছিলেন। তার স্বামীও একজন চিকিৎসক।

ঘটনার সময় তিনি স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় তাদের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এই হামলায় চিকিৎসক আলা আল নাজারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই প্রাণ হারায়। আহত হয় ১১ বছর বয়সী আরেক সন্তান, যাকে অস্ত্রোপচার করেন গ্রাহাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রুম জানান, ছোট শিশুটিকে বাঁচানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা শিশুদের পোড়া মরদেহ। হৃদয়বিদারক সেই চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ড. মুনির আলবোরস জানান, হামলার সময় পরিবারটি তাদের নিজ বাড়িতেই অবস্থান করছিল। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক পরিবার, যেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যোদ্ধার উপস্থিতির প্রমাণ মেলেনি।

ব্রিটিশ চিকিৎসক গ্রাহাম গ্রুমও এ বিষয়ে স্পষ্টভাবে বলেন, চিকিৎসক দম্পতির কেউই রাজনীতি বা হামাসের সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি তারা সামাজিক মাধ্যমে লেখালেখিও করতেন না।

শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয় ৭০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে আলা আল নাজারের ৯ সন্তানও রয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে আক্রমণ চালায়। কিন্তু বাস্তবে হামলার বলি হচ্ছে অসংখ্য নিরীহ ফিলিস্তিনি। প্রতিদিনের মতোই এদিনও গাজার সাধারণ মানুষের ওপর নেমে আসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায়।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার দাবি জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে সাজিদ ও সাফায়েত চ্যাম্পিয়ন

জাল সনদে চাকরি / ২ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল

সেমিনারে বক্তারা / মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এক্লাম্পসিয়া

জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক

জুলাই আন্দোলনে হামলা / পরস্পরকে চাঁদাবাজ বললেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের প্রথম পদক্ষেপে টিআইবির সাধুবাদ

থেমে থেমে বৃষ্টি ঝরবে কয়েকদিন, মঙ্গলবার থেকে ভারি বৃষ্টি

মানুষের বাস্তব সংকট সমাধানকে গুরুত্ব দিতে হবে : জোনায়েদ সাকি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল, ৮ মিনিটেই শেষ চার ক্যাটাগরি

শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত

১০

ভর্তি পরীক্ষা ৩১ মে / জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ৫ লাখ পরীক্ষার্থী

১১

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন, জানালেন প্রেস সচিব

১২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি / ‘অটোপাস’ অসম্ভব, ইনকোর্স নিয়ে চলছে ‘প্রহসন’

১৩

রোগী সেজে হাসপাতালে দুদকের অভিযান, অতঃপর...

১৪

হামজাদের কাঁদিয়ে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

১৫

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

১৬

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে : নয়ন

১৭

সাউথইস্ট ব্যাংক গৌরবময় ৩০ বছরের পথচলা

১৮

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

১৯

বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের : কাদের গনি চৌধুরী 

২০
X