কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে হামলা ও রুদ্ধশ্বাস, ২৪ ঘণ্টায় বড় ১০ খবর

ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের গণমাধ্যমও যুদ্ধবিরতির তথ্য জানায়। ইরান সরকার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। দখলদাররা জানিয়েছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যে কোনো লঙ্ঘনের ‘কঠোর জবাব’ দেবে ইসরায়েল।

গত ২৪ ঘণ্টায় ইরান-ইসরায়েল হামলা মারাত্মক আকার ধারণ করে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এ নিয়ে সরগরম ছিল আন্তর্জাতিক গণমাধ্যম। তার এক ঝলক দেখে নেওয়া যাক-

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘোষণা দেন তিনি। তার অনুরোধে কাতার ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। তবে এ ঘোষণার পরও ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

ইরানের হামলায় ঝুঁকিতে পড়ে বাংলাদেশের দুই ফ্লাইট কাতারে ইরানের হামলার সময় আকাশে ঝুঁকিতে পড়ে বাংলাদেশের দুই ফ্লাইট। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের দোহার মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানার পরপরই বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। এই ঘটনায় বড় ধরনের ঝুঁকিতে পড়ে মাঝ আকাশে থাকা ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটটি ওমানের মাসকাটে এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে।

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা

ইরান-ইসরায়েল যুদ্ধের রেশ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে। এর মধ্যে সবার আগে হামলা হয়েছে কাতারে। সেখানে থাকা মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে হামলার আগেই ঘাটি থেকে সবকিছু সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনা কাতারের সঙ্গে কোনো শত্রুতা নয়, বরং শুধু যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

কাতারে হামলায় সৌদির নিন্দা

কাতারে ইরানের সামরিক হামলার কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার রাতে এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে ‘অযৌক্তিক ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে তারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব কাতারের ওপর ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। এই হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়।

খামেনির কড়া বিবৃতি

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর কড়া বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, আমরা কারো ওপর আঘাত হানিনি। তবে কেউ যদি আমাদের ওপর আগ্রাসন চালায়, তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না। কোনো পরিস্থিতিতেই না। তিনি আরও বলেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার-আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না। আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব।

আরও হামলার হুমকি দিয়েছিল ইরান

কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলার পর আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন এবার শক্ত প্রতিরোধের মুখে পড়বে।

ইরান হুঁশিয়ারি দিয়ে বলছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আমাদের দৃষ্টিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু। ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় নিরাপত্তার ওপর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। আমরা আর আগ্রাসনকে চুপচাপ মেনে নেব না-জবাব হবে আরও কঠোর, আরও স্পষ্ট।

হামলার আগে কাতারকে জানিয়েছিল ইরান

কাতারকে আগেভাগে জানিয়েই দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এ হামলা পরিচালিত হয়। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনজন ইরানি কর্মকর্তা বলেন, হামলার ক্ষয়ক্ষতি যেন সীমিত থাকে এবং যুদ্ধ পরিস্থিতির বিস্তার না ঘটে, সে জন্যই কাতারকে আগেভাগে জানানো হয়েছিল

যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে। বাগদাদ-ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে, তা জানায়নি। ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

যুদ্ধবিরতি প্রতারণামূলক

ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর ধোঁয়াশা তৈরি হয়। ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ।

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার আগে আগাম সতর্কবার্তা দিয়েছিল ইরান। তেহরান সময়মতো সতর্ক করে দেওয়ায় কোনো প্রাণহানি হয়নি। এ জন্য ইরানকে ধন্যবাদ জানান তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের দুর্বল প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম এবং সফলভাবে তা প্রতিহত করেছি। তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই আগে থেকেই আমাদের সতর্ক করায় কোনো হতাহত হয়নি।

তেলের দাম কমল

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও এ ধরনের পতন বিশ্ব বাণিজ্যের জন্য স্বস্তির। বাজার বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিকভাবে জ্বালানি সরবরাহে বড় কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনাও বর্তমানে নেই।

দ্য গার্ডিয়ান জানায়, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম সোমবার (২৩ জুন) এক লাফে ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮.৫১ ডলারে দাঁড়ায়। এই দরপতনের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে। যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ একে প্রতীকী আখ্যা দিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করেছি : সিইসি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

সরে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

১০

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

১১

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

১২

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

১৩

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১৪

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

১৫

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

১৬

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১৭

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১৮

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১৯

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২০
X