মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমানবাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। ১২ দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান-ইসরায়েল সংঘাত। তবে এখনো রয়েছে গেছে সেই হামলার রেশ।
এরই মধ্যে ইসরায়েল জানাল, ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। মঙ্গলবার ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামির জানান, ইরান ও তার অক্ষরা তেলআবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।
এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা।
তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে। পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির।
মন্তব্য করুন