কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন এজেন্ট অপহরণের অভিযোগ, ৩ ইরানি কর্মকর্তাকে খুঁজছে এফবিআই

এফবিআইর টপ লিস্টে থাকা তিন ইরানি কর্মকর্তা। ছবি : সংগৃহীত
এফবিআইর টপ লিস্টে থাকা তিন ইরানি কর্মকর্তা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই শীর্ষ ৩ ইরানি কর্মকর্তার খোঁজে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তাদের গ্রেপ্তারে তথ্য চেয়ে পোস্টার প্রকাশ করেছে সংস্থাটি। ওই ইরানি কর্মকর্তাদের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করার ঘোষণা দিয়ে এফবিআই বলেছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে একাধিক দল কাজ করছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

মঙ্গলবার (১৫ জুলাই) এফবিআই ৩ ইরানি কর্মকর্তার ছবিসহ পোস্টার প্রকাশ করে। তাতে বলা হয়, অবসরপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লেভিনসনের অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন। ধারণা করা হয় লেভিনসন মারা গেছেন।

এফবিআইর ওয়াশিংটন ফিল্ড অফিস কর্তৃক প্রকাশিত তিন ব্যক্তি হলেন—রেজা আমিরি মোঘাদাম, তাগি দানেশভার ও গোলামহোসেন মোহাম্মাদনিয়া।

রেজা আমিরি মোঘাদাম বর্তমানে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাগি দানেশভারের গোয়েন্দা এবং সন্ত্রাসবিরোধী অভিযানের পটভূমি রয়েছে বলে বর্ণনা করা হয়েছে। আর গোলামহোসেন মোহাম্মাদনিয়া পূর্বে আলবেনিয়ায় ইরানের রাষ্ট্রদূত ছিলেন।

এফবিআইয়ের মতে, তিনজনই ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমওআইএস) সঙ্গে যুক্ত। জিম্মি, অপহরণ এবং বিদেশে আমেরিকানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল খেলোয়াড় হিসেবে তাদের চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।

এই ব্যক্তিরা এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এবার তারা ইরানে আমেরিকান নাগরিকদের অপহরণ ও অন্যায়ভাবে আটকের ঘটনার সঙ্গে যুক্ত বলে তালিকাভুক্ত হলেন।

এ ব্যাপারে সিনেটর জিম রিশ এক্স-এ লিখেছেন, লেভিনসন একজন নিবেদিতপ্রাণ এবং দেশপ্রেমিক আমেরিকান। তাকে অপহরণের জন্য ইরানকে জবাবদিহি করতে এফবিআই কাজ করছে।

তিনি আরও লেখেন, এই নতুন পোস্টারগুলো তার অপহরণ সম্পর্কিত তথ্য চাচ্ছে। আমরা লেভিনসন ও তার পরিবারকে কখনো ভুলব না। তার অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি করা হবে।

লেভিনসন ২০০৭ সালে ইরানের কিশ দ্বীপে একটি অননুমোদিত সিআইএ মিশনে থাকাকালীন নিখোঁজ হন। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, তিনি ইরানি হেফাজতে মারা গেছেন। যদিও তেহরান কখনো তাকে আটক করার কথা স্বীকার করেনি এবং তার জড়িত থাকার বিষয়ে অস্বীকার করে চলেছে।

২০২০ সালে লেভিনসনের পরিবার একটি বিবৃতি প্রকাশ করে জানায়, মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা উপসংহারে পৌঁছেছেন যে, তিনি ইরানি হেফাজতে থাকাকালীন মারা গেছেন।

এফবিআই আগে দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বাসেরি ও আহমদ খাজাইয়ের গ্রেপ্তারের জন্য তথ্যের বিনিময়ে ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। ওই দুজনও লেভিনসনের অপহরণ, আটক ও সম্ভাব্য মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করে আসছে মার্কিন কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসনব্যবস্থার পরিবর্তনে শহীদ হয়েছিল ওয়াসিমরা : ছাত্রদল সম্পাদক

গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানাতে হবে : জাগপা

ওমান সাগরে তেলের জাহাজ আটক করল ইরান

রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে

জাতীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য ঐক্য বিনষ্টের শামিল : মোস্তফা জামাল 

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, ঢাবিতে শিবিরের বিক্ষোভ 

গোপালগঞ্জে নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার হবে : আইন উপদেষ্টা

রাজবাড়ীতে পদযাত্রা নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী, তোলপাড়

১০

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৩৩ রান

১১

মুন্নি সাহার পরিবারের ১৮ কোটি টাকা ফ্রিজ

১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা ও আলটিমেটাম

১৩

‘দেশে কোনো ভিক্ষুক নেই’ দাবি করে পদ হারালেন মন্ত্রী

১৪

জামায়াতের কৃতজ্ঞতাবোধ থাকা উচিত : টুকু

১৫

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলায় ১২ দলীয় জোটের নিন্দা

১৬

মেহেদীর জাদুকরী স্পেলে চাপে লঙ্কানরা

১৭

রাতেই খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সংবাদ সম্মেলন

১৮

মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল 

১৯

রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ, এনবিআর কর্মকর্তা বরখাস্ত 

২০
X