কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও করবে না’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

যুদ্ধ নয়, শান্তি- তবে জাতীয় স্বার্থে কোনো আপস নয়। এমন বার্তা দিয়ে নতুন করে কূটনৈতিক ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূরনিউজ-এর বরাত দিয়ে আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন- ইসরায়েল যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন না করে, ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। যদি আমাদের ওপর আক্রমণ না আসে, তাহলে আমরা কারও বিরুদ্ধে আগ্রাসী হবো না। তবে আলোচনার টেবিলে বসেও আমরা কখনোই ইরানি জনগণের স্বার্থ বিসর্জন দেব না।

মাসুদ পেজেশকিয়ান একদিকে যেমন শান্তিপূর্ণ কূটনীতির পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, অন্যদিকে তিনি জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের নতি স্বীকার করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সংলাপের পথ খোলা রাখতে চাই। তবে আলোচনার টেবিলেও আমরা দুর্বলতা দেখাব না। বিশ্লেষকদের মতে, এটি ইরান সরকারের তরফ থেকে পশ্চিমা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা- আগ্রাসন না হলে শান্তি সম্ভব, তবে চাপ প্রয়োগ করে কিছু আদায় যাবে না।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি ইরানে সরকারপক্ষ এক ধরনের কূটনৈতিক ‘জয়’ হিসেবেই দেখছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই যুদ্ধবিরতি প্রমাণ করেছে, ইরান যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের শিং ভেঙে দিয়েছে। আমাদের সক্ষমতা পুরো অঞ্চলে এখন আরও দৃশ্যমান।

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মেহদি মোহাম্মাদি একে বলেন- এটি এক ঐতিহাসিক বিজয়। একটি নতুন যুগ শুরু হয়েছে। তিনি এই মন্তব্যটি দিয়েছেন এক্স (সাবেক টুইটার)-এ।

একই দিনে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উৎপাটন করতে পারবে না।

তিনি আরও যোগ করেন, আমাদের যে প্রযুক্তি ও সক্ষমতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে বলা যায়- এই কর্মসূচি অটল থাকবে এবং কোনোভাবেই থামানো যাবে না।

ইরানের নতুন প্রেসিডেন্টের বক্তব্য, সরকারের উচ্চপর্যায়ের নেতাদের প্রতিক্রিয়া এবং পারমাণবিক শক্তি নিয়ে জোরালো অবস্থান একত্রে ইঙ্গিত দেয়- তেহরান এবার ‘শান্তিপূর্ণ শক্তির’ নীতি গ্রহণ করতে চায়।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই শান্তির বার্তা দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ এবং আন্তর্জাতিক কূটনীতির গতিপথের ওপর।

তবে আপাতত, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই অবস্থান অঞ্চলটিতে অস্থিরতা ও সংঘাতের বিপরীতে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ খোলা রাখল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১০

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১১

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১২

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১৩

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৪

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৫

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৭

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১৮

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৯

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

২০
X