কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আশুরার অনুষ্ঠান স্থগিত, ইরানে ছুটছে ইরাকিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পবিত্র সাইয়্যেদা জয়নাব (রা.)-এর মাজারে এ বছর আশুরা উপলক্ষে আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ফলে ইরাকি তীর্থযাত্রীরা তাদের মহররম সফরের রুট পরিবর্তন করে ইরানের ধর্মীয় কেন্দ্রগুলোর দিকে ঝুঁকছেন।

দামেস্কের দক্ষিণে অবস্থিত সাইয়্যেদা জয়নাবের মাজারটি শিয়া মুসলমানদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। অনেকের বিশ্বাস, এখানে নবী মুহাম্মদ (সা.)-এর নাতনি জয়নাবের (রা.) কবর রয়েছে। প্রতি বছর বিশেষ করে মহররম মাসের ১০ তারিখ আশুরায় হাজার হাজার তীর্থযাত্রী সেখানে সমবেত হন।

তবে এবার মাজার প্রাঙ্গণে কোনো ধর্মীয় অনুষ্ঠান না হওয়ায় বহু ইরাকি তীর্থযাত্রী হতাশ হয়ে পড়েছেন। আল-দিওয়ানিয়া প্রদেশের বাসিন্দা ৫৫ বছর বয়সী উম হাসান শাফাক নিউজকে বলেন, আমি প্রতি বছর এই সফরে যাই, সেখানে অন্য নারীদের সঙ্গে মিলেমিশে আশুরার স্মরণে অংশ নিই। এবার যখন জানলাম কোনো আনুষ্ঠানিকতা হচ্ছে না, তখন খুব মন খারাপ হয়ে গেল।

তিনি আরও জানান, সাধারণত তিনি এই সফরের জন্য ৫ লাখ ইরাকি দিনার (প্রায় ৩৮০ ডলার) সঞ্চয় করেন। এবার সিরিয়া সফরের পরিবর্তে তিনি ইরানের কোম শহরের ফাতিমা মাসুমার (রা.) মাজারে গিয়েছেন। খরচও ছিল প্রায় সমান।

এদিকে সিরিয়ার ধর্ম মন্ত্রণালয় জানায়, তারা কোনো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান নিষিদ্ধ করেনি বা মাজার বন্ধ রাখার নির্দেশ দেয়নি। তবে মাজার পরিচালনার সঙ্গে যুক্ত একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও সংগঠনগত কারণে এবারের অনুষ্ঠানগুলো মাজার প্রাঙ্গণের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘মাজার খোলা আছে এবং আনুষ্ঠানিকতা নিষিদ্ধ নয়—এটাই সরকারি বক্তব্য। কিন্তু ভেতরে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়া হয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।’

এই ঘটনার পরপরই বহু ইরাকি তীর্থসংগঠক ও তীর্থযাত্রী সিদ্ধান্ত নেন এ বছর সিরিয়া নয়, বরং ইরানই হবে বিকল্প গন্তব্য। অনেকে মনে করছেন, সিরিয়ার পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়।

এদিকে শাফাক নিউজ জানিয়েছে, তারা বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো জবাব পায়নি।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় আবারও সেখানে ধর্মীয় সফর শুরু হয়েছিল। ইরাকি পর্যটন সংস্থাগুলো ইরানের মতো সিরিয়াতেও মাজার সফরের প্যাকেজ চালু করেছিল।

তবে এ বছর রাজনৈতিক উত্তেজনাও এর সঙ্গে যুক্ত হয়েছে। ইরাকের অন্যতম প্রভাবশালী শিয়া রাজনৈতিক ধারার নেতা মুকতাদা আল-সাদরের ঘনিষ্ঠ ইসাম হুসেইন সিরিয়া সফর পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ার সরকার সন্ত্রাসী আইন প্রয়োগ করছে, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি।

সার্বিকভাবে বলা যায়, ধর্মীয় আবেগ, নিরাপত্তা এবং রাজনীতির এক জটিল সমীকরণে এবার আশুরা উপলক্ষে সিরিয়ার ঐতিহ্যবাহী তীর্থযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ইরান-ইরাক ধর্মীয় সম্পর্ক আবারও গুরুত্ব পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১০

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১১

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৩

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৪

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৫

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৭

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৮

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

২০
X