কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আশুরার অনুষ্ঠান স্থগিত, ইরানে ছুটছে ইরাকিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পবিত্র সাইয়্যেদা জয়নাব (রা.)-এর মাজারে এ বছর আশুরা উপলক্ষে আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ফলে ইরাকি তীর্থযাত্রীরা তাদের মহররম সফরের রুট পরিবর্তন করে ইরানের ধর্মীয় কেন্দ্রগুলোর দিকে ঝুঁকছেন।

দামেস্কের দক্ষিণে অবস্থিত সাইয়্যেদা জয়নাবের মাজারটি শিয়া মুসলমানদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। অনেকের বিশ্বাস, এখানে নবী মুহাম্মদ (সা.)-এর নাতনি জয়নাবের (রা.) কবর রয়েছে। প্রতি বছর বিশেষ করে মহররম মাসের ১০ তারিখ আশুরায় হাজার হাজার তীর্থযাত্রী সেখানে সমবেত হন।

তবে এবার মাজার প্রাঙ্গণে কোনো ধর্মীয় অনুষ্ঠান না হওয়ায় বহু ইরাকি তীর্থযাত্রী হতাশ হয়ে পড়েছেন। আল-দিওয়ানিয়া প্রদেশের বাসিন্দা ৫৫ বছর বয়সী উম হাসান শাফাক নিউজকে বলেন, আমি প্রতি বছর এই সফরে যাই, সেখানে অন্য নারীদের সঙ্গে মিলেমিশে আশুরার স্মরণে অংশ নিই। এবার যখন জানলাম কোনো আনুষ্ঠানিকতা হচ্ছে না, তখন খুব মন খারাপ হয়ে গেল।

তিনি আরও জানান, সাধারণত তিনি এই সফরের জন্য ৫ লাখ ইরাকি দিনার (প্রায় ৩৮০ ডলার) সঞ্চয় করেন। এবার সিরিয়া সফরের পরিবর্তে তিনি ইরানের কোম শহরের ফাতিমা মাসুমার (রা.) মাজারে গিয়েছেন। খরচও ছিল প্রায় সমান।

এদিকে সিরিয়ার ধর্ম মন্ত্রণালয় জানায়, তারা কোনো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান নিষিদ্ধ করেনি বা মাজার বন্ধ রাখার নির্দেশ দেয়নি। তবে মাজার পরিচালনার সঙ্গে যুক্ত একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও সংগঠনগত কারণে এবারের অনুষ্ঠানগুলো মাজার প্রাঙ্গণের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘মাজার খোলা আছে এবং আনুষ্ঠানিকতা নিষিদ্ধ নয়—এটাই সরকারি বক্তব্য। কিন্তু ভেতরে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়া হয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।’

এই ঘটনার পরপরই বহু ইরাকি তীর্থসংগঠক ও তীর্থযাত্রী সিদ্ধান্ত নেন এ বছর সিরিয়া নয়, বরং ইরানই হবে বিকল্প গন্তব্য। অনেকে মনে করছেন, সিরিয়ার পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়।

এদিকে শাফাক নিউজ জানিয়েছে, তারা বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো জবাব পায়নি।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় আবারও সেখানে ধর্মীয় সফর শুরু হয়েছিল। ইরাকি পর্যটন সংস্থাগুলো ইরানের মতো সিরিয়াতেও মাজার সফরের প্যাকেজ চালু করেছিল।

তবে এ বছর রাজনৈতিক উত্তেজনাও এর সঙ্গে যুক্ত হয়েছে। ইরাকের অন্যতম প্রভাবশালী শিয়া রাজনৈতিক ধারার নেতা মুকতাদা আল-সাদরের ঘনিষ্ঠ ইসাম হুসেইন সিরিয়া সফর পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ার সরকার সন্ত্রাসী আইন প্রয়োগ করছে, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি।

সার্বিকভাবে বলা যায়, ধর্মীয় আবেগ, নিরাপত্তা এবং রাজনীতির এক জটিল সমীকরণে এবার আশুরা উপলক্ষে সিরিয়ার ঐতিহ্যবাহী তীর্থযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ইরান-ইরাক ধর্মীয় সম্পর্ক আবারও গুরুত্ব পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১০

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১১

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১২

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৩

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

১৪

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১৫

ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতন চিহ্ন

১৬

প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন / ‘আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক’

১৭

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান আজহারির

১৮

চাকসু নির্বাচন  / চারুকলার হোস্টেলের ফল ঘোষণা

১৯

বাসে ধর্ষণচেষ্টা, চালকসহ ৫ নামে মামলা

২০
X