মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উন্নত প্রযুক্তির ‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান। ৩০ আগস্ট এটিকে সফলভাবে উন্মোচন করা হয়। এ সময় ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ উপস্থিতি ছিলেন।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সালারিয়েহ নিশ্চিত করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর কাওসার-১ এবং হোদোদ উপগ্রহগুলো সয়ুজ লঞ্চার ব্যবহার করে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল। এক বছরেরও কম সময়ের মধ্যে আপগ্রেড করা কাওসারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। কাওসার-১ এর আপগ্রেড ভার্সনের ওজন ৫০ কিলোগ্রাম এবং এটি ৫০০ কিলোমিটার সূর্য-সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে।

আরও পড়ুন : ক্ষুব্ধ নাগরিকরা, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে লুটপাট

নতুন উপগ্রহটি কাওসার-১ এবং হোদোদের মিশনগুলোকে একত্রিত করবে, যার মধ্যে রিমোট সেন্সিং, ইন্টারনেট অফ থিংস, নির্ভুল কৃষি এবং ম্যাপিংয়ের প্রয়োগ রয়েছে। সালারিয়েহ জোর দিয়ে বলেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ।

তিনি বলেন, দ্বিতীয় সংস্করণে ইমেজিং এবং টেলিযোগাযোগ পেলোডগুলোর পাশাপাশি ডেটা ম্যানেজমেন্ট কোড এবং অ্যালগরিদমের আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে যা প্রথম মিশন থেকে প্রাপ্ত অগ্রগতির প্রতিফলিত রূপ।

মহাকাশ প্রযুক্তিতে বেসরকারি খাতের অংশগ্রহণ স্বভাবতই উচ্চ ঝুঁকিপূর্ণ এবং কেবলমাত্র সীমিত সংখ্যক কোম্পানিরই এই কাজে অংশগ্রহণ করার ক্ষমতা রয়েছে বলে জানান তিনি। বলেন, এসব কোম্পানির মধ্যে ওমিদ-ফাজা কোম্পানি অন্যতম। এই প্রতিষ্ঠান চ্যালেঞ্জটি গ্রহণ করেছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের ১০ বছরের রোডম্যাপ এবং সপ্তম উন্নয়ন পরিকল্পনার অধীনে, বেসরকারি খাতের অংশগ্রহণে একাধিক উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণ করা হবে। মহাকাশ শিল্পে বেসরকারি খাতের কার্যকলাপ সম্প্রসারণের জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

ইরানের বেসরকারি সংস্থাগুলোকে আরও প্রকল্প হস্তান্তরের জন্য শিগগিরই নতুন দরপত্র ঘোষণা করা হবে, যা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য বাজার এবং নিশ্চিত ক্রয় উভয়ই প্রদান করবে বলেও জানান ইরানের মহাকাশ সংস্থার প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১০

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১১

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১২

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৩

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৪

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৫

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৬

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৭

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৮

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৯

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

২০
X