ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে। এসব নৌযানে ৩৭ দেশের অন্তত ২০১ জন কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরকির ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।
আবুকেশেক বলেন, গ্রেপ্তার অভিযান চললেও ফ্লোটিলার মিশন থেমে যায়নি। এখনো প্রায় ৩০টি জাহাজ ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, অংশগ্রহণকারীরা দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত। অবরোধ ভেঙে একসঙ্গে গাজায় পৌঁছাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন