লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে এবং ৭ জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন।
এ ছাড়া লেবাননের শ্মিস্তার শহরে একজন নিহত এবং সাইদা ও নাবাতিয়েহ জেলার কিছু অঞ্চলে ছয়জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা করেছে।
মন্তব্য করুন