ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দেশ শতাধিক। ঘটনায় নিহতদের মধ্যে বর-কনেও রয়েছেন বলে জানিয়েছেন নিনেভে অঞ্চলের স্বাস্থ্যবিষয়ক ডিরেক্টরেটের উপপ্রধান আহমেদ দুবারদানি। খবর বিবিসি।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় বর কনে স্লো ড্যান্স করছিলেন। এ সময় হলরুমে আমন্ত্রিত অতিথিরা মুহূর্তটি উদযাপনের জন্য আতশবাজি ফোটায়। এতে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বার হানেন ও কনে রিভান ড্যান্স করছিলেন। এ সময় বাজি ফোটানোয় ওপর থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দুজনেই নিহত হন। অগ্নিকাণ্ডের সময়ের ভিডিওতেও ওই বর কনেকে নাচতে দেখা গেছে।
নিনেভের স্বাস্থ্যবিষয়ক ডিরেক্টরেটের উপপ্রধান আহমেদ দুবারদানি এক সংবাদ সম্মেলনে জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লোকদের মধ্যে কমপক্ষে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় বেঁচে যাওয়া ১৭ বছর বয়সী রানিয়া ওয়াদ বলেছেন, অগ্নিকাণ্ডের ঠিক পূর্ব মুহূর্তে বর-কনে স্লো-ড্যান্স করছিলেন। তখনই আতশবাজি ছাদে গিয়ে আঘাত করে। এতে আগুন ধরে যায়। তিনি আরও বলেন, মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার হয়ে যায়। আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না কীভাবে বের হবো।
এর আগে মঙ্গলবার রাতে নিনেভ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১১৩ জন ও ১৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সিভিল ডিফেন্সের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলটিতে বিয়ে উদযাপনে আতশবাজি ফোটানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এটি হলরুমে ছড়িয়ে পড়ে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটি অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। ফলে আগুন অতিদ্রুত ছড়িয়ে পড়েছে।
বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে, স্বল্পমূল্যের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।’
মন্তব্য করুন