অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় দুই সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) পশ্চিম গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি সেনারা বিমান হামলা চালালে তারা নিহত হয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত দুই সাংবাদিকরে নাম সাইদ আল-তাভিল এবং মোহাম্মদ সোব। তাদের সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে সোমবার সন্ধ্যায় কমিটটি টু প্রটেক্ট জার্নালিস্ট জানিয়েছিল, ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে তিনজন সাংবাদিক নিহত হয়েছে। এ ছাড়া একজন আহত এবং দুজন নিখোঁজ রয়েছে।
গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতরে সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
মন্তব্য করুন