কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চপর্যায়ের নেতাদের হত্যাই আমাদের প্রধান টার্গেট

ড্যানিয়েল হ্যাগারি। ছবি : টাইমস অব ইসরায়েল
ড্যানিয়েল হ্যাগারি। ছবি : টাইমস অব ইসরায়েল

আইডিএফ-এর উচ্চপর্যায়ের মুখপাত্র এবার ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্য নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, হামাসের উচ্চপর্যায়ের নেতাদের হত্যা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।

তিনি বলেন, আমরা হামাসের বড় নেতাদের হত্যার চেষ্টা থেকে বিরত হবো না। হামাসের দুই নেতাকে হত্যার খবর দিতে গিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দক্ষিণ ইসরায়েলে এখনো হামাস নেতাদের খুঁজছে ইসরায়েলি বাহিনী। বুধবার সাংবাদিকদের তিনি আরও বলেন, সেদেরত, সাদে ও জিকিমে আমরা ৫ সন্ত্রাসীকে হত্যা করেছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সন্ত্রাসীদের খুঁজে বের করা ও হত্যা করা। আমরা সীমান্তে কড়া প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছি। তারা (হামাস) বেশ কয়েকবার বেড়া ভেঙে ঢোকার চেষ্টা করলেও আমরা তা রুখে দিয়েছি।

কিব্বুজে হামাস যোদ্ধাদের ১০৩ মরদেহ উদ্ধারের কথা উল্লেখ করেন তিনি। উল্লেখ্য কিব্বুজে একশোরও বেশি ইসরায়েলিকে হত্যা করেছে হামাস।

এদিকে, ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকটের রেশ ধরে ক্রমেই যুদ্ধের রেশ ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলিরা সিরিয়ার দুটি মূল এয়ারপোর্টে হামলা চালিয়েছে। দামেস্ক এবং আলেপ্পোর বিমানবন্দরে এ হামলা বিমান হামলা চালানো হয়। হামলায় অচল হয়ে গেছে বিমানবন্দর দুইটি। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমটি।

স্থানীয় আরেক গণমাধ্যম শাম এফ এম জানায়, হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত শহরের বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় ধ্বংসের পরিমাণ আরও বেড়েছে। সিরিয়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

গাজা বর্ডার দিয়ে হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালানোর ছয়দিনের মাথায় সিরিয়ার বিমানবন্দরে এ হামলা চালনা করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের পর এ হামলা করা হয়। এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সঙ্গে বাশার আল আসাদের ফোনালাপে মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের কয়েক ঘণ্টার ভেতর এ হামলা করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগ করা সময়ে গোল খেয়ে লিড হারাল বাংলাদেশ

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করল জবি প্রশাসন 

অর্থবছর শেষে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

শহীদ মীর মুগ্ধের জন্মদিনে ভাই স্নিগ্ধের আবেগঘন পোস্ট

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

২৮ বছরের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলেন ভারতীয় ওপেনার

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১০

‘আইয়া দেখি মা-বাবাকে মাইরা খাটের ওপর বইসা রইছে’

১১

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

১২

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

১৩

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

১৪

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

১৫

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

১৬

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

১৭

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

১৮

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

১৯

হঠাৎ খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা

২০
X