ইসরায়েল ও হামাসের যুদ্ধের উত্তাপ গাজা উপত্যকা পেরিয়ে পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধের কারণে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় যে জন্য সেখানে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের হামলায় পশ্চিম তীরে ৫৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে আরও শত শত ফিলিস্তিনিকে। এমনকি এসব আটক ফিলিস্তিনির ভাগ্যে কী আছে, সেটাও অজানা।
আজ শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার খবরে বলা হয়েছে, হামাসের সদস্যদের ধরার নামে পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে শনিবার আকবাত জাবর শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে পশ্চিম তীরে নিহতের সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে।
গত শনিবার নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে প্রায় ৪০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কয়েকজন হামাস নেতা রয়েছে বলেও জানিয়েছে আলজাজিরা।
এমন পরিস্থিতিতে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনরা। কারণ অনেক ইসরায়েলি রাজনীতিবিদ ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের জন্য বিদ্যুৎ ও পানি সংযোগ কেটে দেওয়ার কথা বলছেন।
মন্তব্য করুন