ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) হামাসের জনসংযোগ দপ্তর এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
এর আগে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা বাড়ানোর ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা।
শনিবারের এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এরপরই সেখানে হামলা জোরদার করে তারা। গতকাল রাতে ৫৫ জন নিহত হওয়ার পাশাপাশি এসব হামলায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামসের হামলার জবাবে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
মন্তব্য করুন