ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার (১৮ নভেম্বর) সংরক্ষিত তিন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে।
তারা হলেন, সার্জেন্ট মেজর রানি তাহান (৪০), তিনি নেহমিয়ার ২৬১তম রিজার্ভ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা এবং ২৬১তম রিজার্ভ ব্রিগেডের ৮ হাজার ৭১৭তম ব্যাটালিয়নের মাস্টার সার্জেন্ট ইয়াকির বিটন (৩৪)।
নিহত আরেক সেনা কর্মকর্তা হলেন- মেজর চেন ইয়াহালোম, (৩৫)। তিনি ২৬১তম রিজার্ভ ব্রিগেডে আর্টিলারি কর্পসের ৮ হাজার ১৫৯তম ব্যাটালিয়নের একজন অফিসার ছিলেন। তিনি (১৮ নভেম্বর) কেফার আজার নামের শহরে মারা যান। তবে আইডিএফ তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সেখানে হামলা চালিয়ে রোগীসহ বাস্তুচ্যুতদের জোর করে বের করে দিয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থার প্রকাশিত ফুটেজে দেখো গেছে, হাসপাতালটি থেকে শত শত ফিলিস্তিনিকে বের করে দেওয়া হয়েছে। এর আগে সেখানে কয়েক দিনের অভিযান চালায় ইসরায়েল।
ছবিতে দেখা গেছে, সেখানকার একটি বিধ্বস্ত সড়ক দিয়ে নারী-পুরুষ ও শিশুরা হেঁটে নিরাপদ আশ্রয়ের জন্য চলে যাচ্ছেন। তাদের পেছনে সেনাবাহিনীর একটি বুলডোজার চলতে দেখা গেছে।
এএফপির প্রতিবেদক জানান, এসব মানুষের মধ্যে অসুস্থ ও আহতরাও ছিলেন। তারা গাজার সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে চলে গেছেন।
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল-শিফা হাসপাতালে ১২০ জন রোগী ও অসংখ্য অপরিণত শিশু রয়েছে।
এরও আগে হাসপাতালটির পরিচালক আলজাজিরাকে জানান, ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগী মারা গেছেন।
মন্তব্য করুন