পশ্চিম তীরের জেনিনে দুদিন ধরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের জবাবে পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিবে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কান রেডিও।
ইসরায়েলি পুলিশ বলছে, আজ মঙ্গলবার তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে বের হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের আহত করে ওই চালক।
এক বিবৃতিতে হামাস দাবি করছে, হামলাটি চালিয়েছে হুসেইন খালায়াহ নামের এক ব্যক্তি। তিনি হামাসের একজন সদস্য। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেল আবিবে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সন্দেহভাজন ওই হামলাকারী ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা।
গত রোববার থেকে পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২০ বছরের মধ্যে সেখানে ইসরায়েলের সবচেয়ে বড় অভিযান এটি।
মন্তব্য করুন