সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্কের একটি শহরে এ হামলা চালানো হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের কাফার সৌসাহ শহরে ইসরায়েলিরা হামলা চালিয়েছে। এ সময় এলাকাটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে একটি ভবনের পেছন দিক থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
תחנת הרדיו SHAM FM המזוהה עם משטר אסד מדווחת על פיצוצים באזור דמשק וכי המידע הראשוני מצביע על כך שמדובר בתקיפה ישראלית באזור העיר pic.twitter.com/4IwThqRYwq
— roi kais روعي كايس רועי קייס (@kaisos1987) February 21, 2024এর আগে গত ২৫ ডিসেম্বরে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) এ শীর্ষ কমান্ডার নিহত হন। বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানায়, নিহত ওই কমান্ডারের নাম সাইয়্যেদ রাজি মোসাভি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা এবং ইরান ও সিরিয়ার সামরিক জোটের সমন্বয়ক ছিলেন। দামেস্ক উপকণ্ঠে হামলায় তিনি নিহত হন।
আল মাদায়েন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাভির অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েলের ইহুদি প্রশাসন ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে তিনি নিহত হন।
মন্তব্য করুন