শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল সেই গাড়িচালক পেলেন রাজকীয় পুরস্কার

পুরস্কারে ভূষিত সেই গাড়িচালক। ছবি : সংগৃহীত
পুরস্কারে ভূষিত সেই গাড়িচালক। ছবি : সংগৃহীত

জীবনের ঝুঁকি নিয়ে শিশুর জীবন বাঁচিয়েছেন এক গাড়িচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুঃসাহসিক কাজের ভিডিও ছড়িয়ে পড়েছে। এটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া সেই গাড়িচালক এবার রাজসিক পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, সাহসিকতার জন্য আবদুল্লাহ আল আনজি নামের এই গাড়িচালককে বিপুল পরিমাণ নগদ অর্থ, ঐতিহ্যবাহী তরবারি, আরবীয় ঘোড়া এবং আলখাল্লা উপহার দেওয়া হয়েছে।

এর আগে একজন ধনকুবের আবদুল্লাহ আল আনজিকে নগদ অর্থ ও গাড়ি উপহার দেন। পাশাপাশি একটি জুয়েলারি শপের পক্ষ থেকেও ডায়মন্ড রিং উপহার দেওয়া হয়। অন্যদিকে, যে শিশুটিকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন, সেই শিশুর মাও তাকে একটি ডায়মন্ড রিং উপহার দিয়েছেন।

জানা যায়, গেল মার্চের শেষের দিকে ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচান এই গড়িচালক। ভিডিওতে দেখা যায়— ওয়ানওয়ে সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছে একটি শিশু। তখনো রাস্তা পুরোপুরি পার হতে পারেনি সে। এ সময় সাদা রঙের একটি গাড়ি শিশুটির কাছাকাছি গিয়ে থেমে যায়।

এ সময় হঠাৎ পাশ দিয়েই আরেকটি গাড়ি দ্রুতগতিতে শিশুটির দিকে ছুটে আসছিল। এরপর পেছন থেকে আরও একটি গাড়ি সজোরে শিশুটির দিকে ছুটে আসছিল। তখনো সড়ক পার হতে পারেনি শিশুটি। এমন পরিস্থিতে শেষ মুহূর্তে গাড়িটিকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরিয়ে দেন প্রথম গাড়ির চালক। এতে বেঁচে যায় ছোট্ট শিশুটি।

গালফ নিউজ জানিয়েছে, ঘটনাটি সৌদি আরবের। আর সাহসী ওই চালকের নাম আবদুল্লাহ আল আনজি। সবাই যখন দুঃসাহসিক এই কাজের জন্য আব্দুল্লাহর প্রশংসা করছেন, তখন তিনি বললেন ভিন্ন কথা।

শিশুটিকে বাঁচানোর পর প্রশংসা গ্রহণে অস্বীকৃতি জানান আবদুল্লাহ। বিনয়ের সঙ্গে বলেন, একে বীরত্বপূর্ণ কাজ হিসেবে দেখেন না তিনি। কারণ, একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব প্রতিটি মানুষকে ভালোবাসা। বিপদে তাদের পাশে দাঁড়ানো। আলোচিত এই চালক আরও বলেন, তার জায়গায় অন্য যেকোনো মুসলিম অথবা বিবেকবান মানুষ থাকলে তারাও একই কাজ করতেন।

রিয়াদ বিন ফাহদ আল-ওয়াদান নামের এক ব্যক্তি প্রথম ভিডিওটি পোস্ট করেন। তিনি লিখেন, সর্বশক্তিমান আল্লাহর নামে কসম করে বলছি- নবীর দেশে এমন হাজারো মানুষ রয়েছেন, যারা অপরের কল্যাণে নিজেকে উজাড় করে দেন। আর এটাই ইসলামের মহান শিক্ষা। আল্লাহ এই বীরকে ভালো রাখুক!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১০

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১১

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১২

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৩

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৫

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৭

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

১৮

ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা : ভারতীয় সেনাপ্রধান

১৯

১৬ মাসের শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

২০
X