কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রুডো দম্পতির ১৮ বছরের নানা ঘটনাপ্রবাহ

ট্রুডো দম্পতির বিবাহ অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত। ছবি  : রয়টার্স
ট্রুডো দম্পতির বিবাহ অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত। ছবি : রয়টার্স

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের এ ঘোষণার মধ্যে দিয়ে ১৮ বছরের দম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। বুধবার (২ আগস্ট) ইনস্টাগ্রামে ট্রুডো এ ঘোষণা দেন।

৫১ বছর বয়সি ট্রুডো ও ৪৮ বছর বয়সি গ্রেগরি ২০০৫ সালের মে মাসে বিয়ে করেন। এর ১০ বছর পর ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হন। তারা বিশ্বের আলোচিত সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন।

ট্রুডোর পিতা ইলিয়ট ট্রুডোও ১৫ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতিতে যোগ দেওয়ার আগে স্কুলশিক্ষক ছিলেন।

সোফি গ্রেগরি টেলিভিশনে উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গসমতা ও নারীদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন। এ দম্পতির জাভিয়ার (১৫), এলা গ্রেস (১৪) হাদ্রিয়েন (৯) নামের তিনটি সন্তান রয়েছে।।

আলোচিত এ দম্পতি ভালোবাসা ও নিজেরদের হাসিখুশি জীবন বিশেষ করে জন্মদিন ও বিবাহবার্ষিকী জনসম্মুখে প্রকাশ্যে উদ্‌যাপন করতেন। তবে কয়েক বছর ধরে বিবাহিত জীবনে তারা বেশকিছু বিষয়ে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। গত কয়েক বছরে তাদের নিজেদের দাম্পত্য জীবন নিয়ে করা কিছু মন্তব্য তুলে ধরা হলো।

২০১৪ সালে নিজের আত্মজীবনী লিখেন ট্রুডো। সেখানে তিনি উল্লেখ করেন, আমাদের বিয়ে যথাযথ ছিল না। গত কয়েক বছর ধরে আমরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। যদিও সোফি এখনো আমার বেস্টফ্রেন্ড, আমার সঙ্গী, আমার ভালোবাসা। আমরা ব্যথিত হলেও একে অন্যের ব্যাপারে সৎ।

২০১৫ সালে গ্লোবাল নিউজকে গ্রেগরি বলেন, কোনো বিয়ে-ই সহজ নয়। তিনি বলেন, আমরা নিজেদের কষ্টের ব্যাপারগুলো নিয়ে খুবই গর্বিত। কেননা আমরা বিশ্বস্ততা ও সত্য চাই। আমরা নিজেরা আরো কাছাকাছি হতে চাই। আরও দীর্ঘজীবনে একে অপরের বিশ্বস্ত সহযোগী হতে চাই।

২০২৩ সালের ২৮ মে ইনস্টাগ্রামে বিবাহবার্ষিকী উপলক্ষে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, দুজনের একসঙ্গে পথচলার এই দীর্ঘ পথ দুঃসাহসিক অভিযান। আমি তোমাকে ভালোবাসি সোফি। শুভ বিবাহবার্ষিকী।

২০২৩ সালের ২৪ এপ্রিল স্ত্রীর জন্মদিনে আরেকটি স্ট্যাটাস দেন ট্রুডো। সেখানে তিনি লিখেন, শুভ জন্মদিন সোফি। সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে আমার কাছে এসবের অর্থ একটাই। তা হলো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা অমর হোক ।

২০২০ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামের এক স্ট্যাটাসে গ্রেগরি লিখেন, ১৭ বছর আগে আমাদের প্রথম ডেট হয়েছিল। এখন আমরা আর সেই সময়ের মতো তরুণ নেই। তবে আমাদের জীবনের সেই অ্যাডভেঞ্চার আছে। উত্থান-পতনের মাঝে এখনো তুমি আমার খাঁচায় বন্দি। আমি তোমাকে ভালোবাসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১০

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১১

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৪

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

১৫

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

১৬

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

১৭

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

১৮

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

১৯

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

২০
X