কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার ৪১ কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলল ভারত

কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী।  ছবি : এপি
কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী। ছবি : এপি

কানাডার ৪১ কূটনীতিককে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করতে বলেছে ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ভারত সরকারের পক্ষ থেকে অনেক কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে। এ জন্য আগামী ১০ অক্টোবরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই তারিখের মধ্যে এসব কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নিতে হবে। বর্তমানে ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। তবে তাদের মধ্যে ৪১ জনকে দেশে ফেরাতে বলা হয়েছে।

১০ অক্টোবরের পর যদি তারা ভারতে অবস্থান করে তাহলে তাদের নিরাপত্তা প্রত্যাহার করবে বলে হুমকি দিয়েছে ভারত। এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

জি-২০ সম্মেলনের পরপরই কানাডার শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনে মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরুতে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় ক্রমবর্ধমান বিবাদে অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তাকে নির্দেশের পরবর্তী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ওই সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারতবিরোধী কার্যকলাপে সম্পৃক্ততায় নয়াদিল্লির উদ্বেগ বাড়ছে। তারই পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের পৃষ্ঠপোষকতার প্রমাণ মিলেছে। ট্রুডোর এমন অভিযোগের পরপরই দেশটি থেকে ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জোলি জানান, বহিষ্কৃত ওই কূটনীতিক কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান ছিলেন।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনের পর দুই দেশের মধ্যকার উত্তেজনা ক্রমেই সামনে আসছে। এরই ধারাবাহিকতায় সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আগামী অক্টোবর থেকে ভারতে সব বাণিজ্যিক মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এরও আগে শুক্রবার কানাডার বাণিজ্যমন্ত্রী ম্যারি নংয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এমন পদক্ষেপের কোনো কারণ বলেননি। তিনি বলেন, আপাতত আমরা ভারতের সঙ্গে বাণিজ্যিক মিশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১০

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

১১

দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে : টুকু

১২

ভারতে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ১৪ দিনের জেল হেফাজতে

১৩

বিয়ের আসরেই ১৫ লাখ টাকা খোয়ালেন বর

১৪

ডিজিটাল ব্যাংক খুলতে লাগবে কমপক্ষে ৩০০ কোটি টাকা

১৫

ইউল্যাবে অনুষ্ঠিত হলো বৃহত্তম মার্কেটিং সামিট 

১৬

থানার ব্যারাকে ধর্ষণের শিকার সেই নারী সতীনের সংসার করতে চান

১৭

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

১৮

‘পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে’

১৯

সমাজের বরণীয়দের সব সময় স্মরণে রাখতে হবে : অপর্ণা রায়

২০
X