বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা রুশভিত্তিক বেসরকারি সামরিক কোম্পানি পিএমসি ওয়াগনার গ্রুপ। এর পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। নিরাপত্তা জোরদার করা হয়েছে মস্কোতে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ঘোষণা দিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাহিনী সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন সড়ক বন্ধ ও পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা আসতে পারে।
এ ছাড়া রোস্তভ অঞ্চলের গভর্নর নাগরিকদের রোস্তভ-অন-দনের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সম্ভব হলে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনেন।
এরপর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গ্রুপটি। শুক্রবার (২৩ জুন) এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দেন ইয়েভগেনি প্রিগোঝিন। তিনি বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিভিন্ন সেনাশিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা মারা গেছেন।’
মন্তব্য করুন