কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মশা দিয়েই মশা মারার কৌশল সুইজারল্যান্ডে

সুইজারল্যান্ডের একটি গ্রামে ২০ লাখ এশিয়ান টাইগার প্রজাতির মশা ছাড়ছেন গবেষকরা। ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডের একটি গ্রামে ২০ লাখ এশিয়ান টাইগার প্রজাতির মশা ছাড়ছেন গবেষকরা। ছবি : সংগৃহীত

মশা দিয়েই মশা মারার কৌশল নিচ্ছে সুইজারল্যান্ড। দেশটির একটি প্রকল্পে এমন চেষ্টা চালানো হচ্ছে। এই মশার হ্যাচারিতে গবেষণা করছেন গবেষক এলেওনোরা ফ্লাসিও। ল্যাবে মূলত এশিয়ান টাইগার প্রজাতির মশা নিয়েই গবেষণা করা হচ্ছে। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সুইজারল্যান্ডের দক্ষিণের একটি গ্রাম মরকোটেতে গবেষকরা ২০ লাখ এশিয়ান টাইগার প্রজাতির মশা ছাড়ছেন। এলেওনোরা গত বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে ছোট এই গ্রামের প্রায় ৭০টি বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে কিছু মশা ছাড়ছেন। তবে লাখ লাখ মশা ছাড়া হলেও গ্রামের বাসিন্দাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

ওই গ্রামে মশা ছাড়ার বিষয়ে গবেষক এলেওনোরা ফ্লাসিও বলেন, এতে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই মশাগুলো হচ্ছে নর; যা মানুষকে কামড়ায় না। এরা শুধু উড়ে বেড়ায় এবং কয়েকদিন পরই মারা যায়।

এসব নর মশার এত কম আয়ু হওয়ার কারণ হচ্ছে ল্যাবে অনেক ধকল পোহাতে হয় এদের। তারপর পরিবহনের কারণে বেশ দুর্বল হয়ে পড়ে এরা। তবে এসব নর মশার আয়ু কম হওয়া সত্ত্বেও মাদি মশার কাছে এরা বেশ আকর্ষণীয়। প্রতিযোগিতায় পাল্লা দিতে হয় নর মশাদেরও। নির্বীজ নর মশার বিশাল সংখ্যার কারণে মাদি মশাগুলো তাদের এড়িয়েও চলতে পারে না।

এ বিষয়ে এলেওনোরা ফ্লাসিও বলেন, স্টেরিলাইজড নর মশা মাঠে চরে বেড়ানোর সময় স্বাভাবিকভাবে মাদি মশার সঙ্গে মিলিত হয়। একবার মিলন ঘটলে মাদি মশা সারা জীবনেও আর সন্তান ধারণ করতে পারে না। এভাবে শেষ পর্যন্ত টাইগার মশার গোষ্ঠীর বিনাশ ঘটানো যেতে পারে।

এলেওনোরা ফ্লাসিওর লক্ষ্য পরীক্ষামূলক এলাকায় টাইগার মশার সংখ্যা ৮০ শতাংশ কমানো। ইতালির বোলোনিয়া শহরে কৃষি ও পরিবেশ কেন্দ্রে স্টেরাইল নর মশার প্রজনন ঘটানো হয়। ডিম পাড়ার সময়েই সেই প্রক্রিয়া শুরু হয়। খাঁচার মধ্যে মশার মিলন ঘটে। মাদি মশাকে নিয়মিত পশুর রক্ত খাওয়ানো হয়। কারণ রক্ত না চুষে খেলে সেগুলো ডিম তৈরি করতে পারে না। সেই ডিম এক সপ্তাহের মধ্যেই লার্ভায় পরিণত হয়, তারপর পিউপা বা গুটিপোকায় রূপ নেয়। এই স্তরেই তথাকথিত ‘ডাইমেনশন অ্যানালিসিস’ প্রক্রিয়ার মাধ্যমে নর ও মাদি আলাদা করা হয়। নর মশা মাদি মশার তুলনায় আকারে ছোট। ফলে শুধু চেহারার ভিত্তিতেই সেগুলোকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আলাদা করা যায়। পিউপাগুলোকে পানির মধ্যে ফেলে এক্স-রে করা হয়। এর ফলে প্রজনন অঙ্গগুলো সবচেয়ে সংবেদনশীল প্রতিক্রিয়া দেখায়। এভাবে নর মশা নির্বীজ হয়ে পড়ে। তবে প্রাণে বেঁচে যায়। তবে, এই প্রক্রিয়া এখনো খুবই ব্যয়বহুল। এক হাজার স্টেরিলাইজড মশার দাম প্রায় ৬০ ইউরোর মতো। ফলে চলতি বছরের এক্সপেরিমেন্টের জন্য প্রায় দুই লাখ ইউরো ব্যয় হচ্ছে। পরীক্ষা সফল হলে এবং আরও বড় আকারে এই প্রক্রিয়ার প্রয়োগ শুরু হলে ব্যয় এক ধাক্কায় অনেকটা কমে যাবে।

এ বিষয়ে এলেওনোরা ফ্লাসিও বলেন, আমি নিশ্চিত যে, কয়েক বছরের মধ্যে এই প্রক্রিয়া অনেক সস্তা হয়ে যাবে। বাণিজ্যিক স্বার্থ দেখা দিলেই ব্যয় কমে যাবে। অর্থাৎ এই প্রযুক্তি তেমন ব্যয়বহুল নয়। বড় আকারে কাজে লাগালেই ব্যয় কমে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

যে ২০ আসন পেল খেলাফত মজলিস

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১১

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

১২

ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা : ভারতীয় সেনাপ্রধান

১৩

১৬ মাসের শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

১৪

আসন বণ্টন শেষে ইসলামী আন্দোলন নিয়ে যা বললেন জামায়াত আমির

১৫

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৬

১১ দলীয় জোটের আসন বণ্টন, ইসলামী আন্দোলন নিয়ে যে সিদ্ধান্ত

১৭

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী 

১৮

ঢাকা ওয়াইএমসিএ-এর নতুন প্রেসিডেন্ট ‘ড্যানিয়েল নির্মল ডি কস্তা’

১৯

শাকসু নির্বাচনের অনুমতি দিল ইসি

২০
X