কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাগ্য নির্ধারণে বড় বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে বন্দি রয়েছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর চলছে দমনপীড়ন। গ্রেপ্তার ও মামলার আতংকে দিন পার করছেন দলের নেতাকর্মীরা। এবার ভাগ্য নির্ধারণে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান।

রোববার (১৭ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। এ বিক্ষোভকে সামনে রেখে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি। বলা হচ্ছে, পিটিআিইয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ সমাবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে, আগামী ২৪ নভেম্বরের এ বিক্ষোভ দলের সদস্যদের ভাগ্য নির্ধারণ করবে। ইমরান খানের বরাতে বলা হয়েছে, এ দিন হবে ভাগ্য নির্ধারণের দিন। দলে কে কে থাকবে আর কে কে থাকবে না তা এদিন নির্ধারণ হবে।

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, নেতাকর্মীদের বড় বড় রাস্তা দখল করে বিক্ষোভে অংশ নিতে বলা হয়েছে। এ ছাড়া ভিডিও ধারণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনে আগত নেতাকর্মীদের ভিডিওতে দেখাতে বলা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন।

বুশরা বিবি বলেন, যারা এ বিক্ষোভে অংশ নেবে তা তাদের সঙ্গে পিটিআইয়ের কোনো সম্পর্ক থাকবে না। ইমরান খানের কথাকে উদ্ধৃত করে তিনি সংবিধান, আইনের শাসন এবং সংসদের ক্ষমতা রক্ষায় নেতাকর্মীদের এ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই ২৪ নভেম্বর ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। এ দিন ইসলামাবাদকে সব দিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে তারা। একটি সূত্র জানিয়েছে, পিটিআই যে কোনো মূল্যে ইসলামাবাদে পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি অঞ্চলে দলের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১০

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১১

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১২

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

১৩

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না : রবিউল আলম

১৪

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

১৫

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

১৬

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

১৭

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

১৮

স্বর্ণের দাম আরও কমলো

১৯

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

২০
X