কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাগ্য নির্ধারণে বড় বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে বন্দি রয়েছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর চলছে দমনপীড়ন। গ্রেপ্তার ও মামলার আতংকে দিন পার করছেন দলের নেতাকর্মীরা। এবার ভাগ্য নির্ধারণে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান।

রোববার (১৭ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। এ বিক্ষোভকে সামনে রেখে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি। বলা হচ্ছে, পিটিআিইয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ সমাবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে, আগামী ২৪ নভেম্বরের এ বিক্ষোভ দলের সদস্যদের ভাগ্য নির্ধারণ করবে। ইমরান খানের বরাতে বলা হয়েছে, এ দিন হবে ভাগ্য নির্ধারণের দিন। দলে কে কে থাকবে আর কে কে থাকবে না তা এদিন নির্ধারণ হবে।

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, নেতাকর্মীদের বড় বড় রাস্তা দখল করে বিক্ষোভে অংশ নিতে বলা হয়েছে। এ ছাড়া ভিডিও ধারণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনে আগত নেতাকর্মীদের ভিডিওতে দেখাতে বলা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন।

বুশরা বিবি বলেন, যারা এ বিক্ষোভে অংশ নেবে তা তাদের সঙ্গে পিটিআইয়ের কোনো সম্পর্ক থাকবে না। ইমরান খানের কথাকে উদ্ধৃত করে তিনি সংবিধান, আইনের শাসন এবং সংসদের ক্ষমতা রক্ষায় নেতাকর্মীদের এ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই ২৪ নভেম্বর ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। এ দিন ইসলামাবাদকে সব দিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে তারা। একটি সূত্র জানিয়েছে, পিটিআই যে কোনো মূল্যে ইসলামাবাদে পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি অঞ্চলে দলের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‎ম্যাজিস্ট্রেট দেখে ইলিশ রেখে পালালেন জেলেরা

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অবিশ্বাস্য রেকর্ড

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত

মেহেরপুর উন্নয়নে এনসিপির ১৩ দফা ঘোষণা

নিজেই হোন নিজের প্রোডাক্টের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

১০

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

১১

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

১২

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

১৩

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

১৪

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

১৫

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

১৬

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

১৭

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

১৮

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১৯

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

২০
X