কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বৈঠকের পর পাকিস্তানের প্রতিক্রিয়া

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বৈঠকের একদিন পর শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দুই দেশের সম্পর্ক পুনর্জীবিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনায় উঠে এসেছে- অমীমাংসিত চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করা, বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক সংলাপ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া।

বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, তারা বাংলাদেশের জন্য তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অপরদিকে, বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ, আকাশপথে ফ্লাইট চালু এবং ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণে দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে সার্ককে পুনর্জ্জীবিত করা এবং পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে পারফর্ম করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

পাক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে কাশ্মীরি জনগণের অধিকার এবং গাজায় ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে দুই দেশ অভিন্ন অবস্থান নিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

সবশেষে বলা হয়েছে, ২০২৬ সালে ইসলামাবাদে আবারও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর এমন বৈঠককে দুই দেশই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১০

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১২

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৩

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৫

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৬

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৭

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৮

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৯

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

২০
X