আগামী বছর ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-এই তিন দেশের ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। ফুটবলের সর্ববৃহৎ এই বৈশ্বিক আসরকে সামনে রেখে স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা।
জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে ফিফা। বিশাল এই ক্রীড়াযজ্ঞ সফলভাবে আয়োজন করতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে সকলের জন্য। ১৮ বছর এবং ইংরেজি জানলেই এই আবেদন করা যাবে। এর জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে ফিফার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর।
আবেদনের পর যাদের আবেদন ফিফা অনুমোদিত করবে তাদেরকে ‘ভলান্টিয়ার টিম ট্রাইআউটে’ অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। এ বছরের অক্টোবরে এটি শুরু হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্তভাবে বাছাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ হবে আগামী বছরের মার্চে।
স্বেচ্ছাসেবীরদের কী কাজ করতে হবে সেটিও জানিয়েছে ফিফা। জানা গেছে, মাঠ পরিচালনা, দর্শকদের সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবে স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া স্টেডিয়াম, অনুশীলন মাঠ, বিমানবন্দর, হোটেল এবং বিশ্বকাপ–সংশ্লিষ্ট আরও কিছু জায়গায়ও কাজ করতে হবে স্বেচ্ছাসেবীদের।
মন্তব্য করুন