ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পদ ও ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাশেদ খান বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি জিএস প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। সেই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বেশি ভোট দিয়েছিল বলে তথ্য ছিল আমাদের কাছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মো. আক্তারুজ্জামানের ভোট কারচুপির সহযোগিতায় জিএস হিসেবে নির্বাচিত দেখানো হয় নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানীকে।
তিনি আরও অভিযোগ করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের সব আলামত ধ্বংস করে দেওয়া হয়েছে। যদি নির্বাচন সুষ্ঠু হতো, তবে আলামত গায়েব করতে হতো না। উপাচার্যসহ যারা কারচুপির সঙ্গে জড়িত, তাদের বিচার করতে হবে।
রাশেদ বলেন, গোলাম রাব্বানী অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচন করেছে। তার পদ, ছাত্রত্ব ও ডিগ্রি বাতিল করতে হবে। তিনি কোনোভাবেই জিএস নির্বাচিত হননি। শেখ হাসিনার নির্দেশে তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান তাকে অবৈধভাবে জয়ী ঘোষণা করেন।
মন্তব্য করুন