পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের অবস্থানকে ‘জেদি শিশুর মতো’ আচরণ বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেন, ‘এক মিলিয়ন সেনা মোতায়েন থাকা সত্ত্বেও কাশ্মীরে এমন হামলা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।’
এই হামলার পেছনে অন্য কোনো ‘নাটক’ লুকিয়ে থাকতে পারে বলেই তিনি সন্দেহ করছেন পাকিস্তানি এই মন্ত্রী। তিনি উল্লেখ করেন, ভারতের নিজস্ব বিশ্লেষকরাও এটিকে বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে স্বীকার করেছেন।
আহসান ইকবাল বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু আগ্রাসন হলে তার জবাব দ্বিগুণ শক্তিতে দেওয়া হবে। পাকিস্তানের দিকে যদি কুদৃষ্টি দেয় ভারত, তবে এমন জবাব পাবে যা চিরকাল মনে রাখবে।’
তিনি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, একতরফা অভিযোগ বা নাটক সাজিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো উচিত নয়।
মন্তব্য করুন