শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক। তার নাম নিয়াজ আহমেদ। স্কুলের অন্য শিক্ষকরাও তার ক্লাস নেওয়া দেখছিলেন। কিন্তু পড়াতে পড়াতে হঠাৎ করেই বুক চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি।
এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন পুরো ক্লাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছুটে যান আহমেদের দিকে।
উপস্থিতরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আহমেদকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের একটি স্কুলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিয়াজ আহমেদ লাহোরের একটি বেসরকারি স্কুলে উর্দুর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে আবার কমবয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন