পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ডেরাগাজী এলাকায় পরমাণু কমিশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনো এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি।
এসব সংবাদমাধ্যমের দাবি, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, ৩০ থেকে ৫০ কিলোমিটার দূরে বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায়ও এর শব্দ শোনা গেছে।
ইন্ডিয়াটিভিনিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো অজানা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় আরেক গণমাধ্যম ইন্ডিয়া টুডে বিস্ফোরণের খবর প্রকাশ করলেও তারা স্বাধীনভাবে বিষয়টির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
মন্তব্য করুন