কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে তীব্র গরমে ছয় দিনে ৫ শতাধিক মানুষের মৃত্যু

পাকিস্তানে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ছবি : সংগৃহীত
পাকিস্তানে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ছবি : সংগৃহীত

তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবার গরমে পুরো নাজেহাল। তীব্র গরমে ছয় দিনে পাকিস্তানে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করাচির একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা প্রতিদিন শহরের মর্গে ৩০ থেকে ৪০টি মরদেহ নিয়ে যাচ্ছে। গত ছয়দিনে পাকিস্তানে তীব্র গরমে অন্তত ৫৬৮ জন মারা গেছেন। এর মধ্যে মঙ্গলবারেই মারা গেছেন ১৪১ জন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে প্রতিটি মৃত্যুর কারণ জানা যায়নি। তবে করাচিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছানোর সঙ্গে আর্দ্রতাও অনেক বেড়ে যাওয়ায় ৮৯ ডিগ্রির মতো অনুভূত হয়েছে। আর তখন থেকে যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মানুষজন হন্যে হয়ে হাসপাতালে ছুটছেন।

করাচি সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. ইমরান সারওয়ার শেখ বলেন, রোববার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, আমরা যাদের হাসপাতালে আসতে দেখেছি তাদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০-এর ঘরে। উপসর্গ হিসেবে বমি, ডায়রিয়া এবং উচ্চ জ্বরের কথা বলেছেন তিনি।

ডা. ইমরান সারওয়ার বলেন, অসুস্থদের বেশিরভাগ বাইরে কাজ করছিলেন। তাদের প্রচুর পানি পান করতে ও গরমে হালকা পোশাক পরতে বলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, এই সপ্তাহান্তে পাকিস্তানে উচ্চ তাপমাত্রা শুরু হয়েছে। দেশটির এক আবহাওয়াবিদ এ গরমকে আংশিক তাপপ্রবাহ বলে উল্লেখ করেছেন। তীব্র তাপপ্রবাহে কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন করছে।

করাচির চিকিৎসকরা জানিয়েছেন, তারা এমন ঘটনা আগে কখনও দেখেননি। করাচির বাসিন্দা মোহাম্মদ জেশান বলেন, সমস্যার কারণ সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি ঘটেছে। এটি সারা বিশ্বেই ঘটছে। ইউরোপেও এমনটা ঘটেছে। তারা তীব্র গরমের মুখোমুখি হলেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু দুঃখজনক যে এখানে সরকার তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এমন ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনের ফলে আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। আগামী সপ্তাহ পর্যন্ত করাচির এই তীব্র তাপপ্রবাহ স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

নারায়ণগঞ্জ / আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান প্রদান

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় : রহমাতুল্লাহ

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

১০

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

১১

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১২

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

১৩

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

১৪

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

১৫

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

১৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১৭

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১৮

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১৯

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

২০
X