

ভেনেজুয়েলায় সামরিক হামলার নির্দেশ দেওয়ার খবর অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন কথিত ‘কার্টেল অব দ্য সান’ মাদকচক্রে হামলার অনুমোদন দিয়েছেন—এমন খবর ভিত্তিহীন।
ট্রাম্প একইসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে কি না— সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত হতে হবে, সবকিছু এখনো সঠিকভাবে কাজ করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পেন্টাগনের তথ্যানুসারে, সেখানে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং হাজারো সেনা মোতায়েন করা হবে। শুধু তাই নয়, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরীও।
যুক্তরাষ্ট্র এখনো কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটির সদস্য। এটি ১৯৯২ সাল থেকে কার্যকর থাকলেও কংগ্রেস এখনো তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি। সূত্র : শাফাক নিউজ
মন্তব্য করুন