খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় নতুন কারাগার চালু, কয়েদিদের ফুল দিয়ে বরণ

খুলনা নতুন কারাগার। ছবি : কালবেলা
খুলনা নতুন কারাগার। ছবি : কালবেলা

খুলনায় সীমিত পরিসরে চালু হলো আধুনিক সুবিধার নতুন কারাগার। পুরোনো কারাগার থেকে সশ্রম এবং বিনাশ্রম সাজাপ্রাপ্ত ১০০ বন্দি নিয়ে শুরু হয়েছে নতুন কারাগারের কার্যক্রম।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পুরোনো কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে কয়েদিদের নতুন কারাগারে আনা হয়। কারা কর্তৃপক্ষ নতুন কারাগারে তাদের ফুল দিয়ে স্বাগত জানায়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা-উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, ডেপুটি জেল সুপার আব্দুল্লাহ হেল আল আমিন, জেলার মুহাম্মদ মুনীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরেজমিনে নতুন কারাগারে গিয়ে দেখা যায়, কারাগারের ভেতরে আছে পাকা পথ, রঙিন ভবন, পার্কিং টাইলসের ফুটপাত, মসজিদ ও হাসপাতাল। বন্দিদের জন্য নির্মিত প্রতিটি ভবনের চারপাশে রয়েছে পৃথক সীমানাপ্রাচীর, যাতে এক শ্রেণির বন্দি অন্য শ্রেণির সঙ্গে যোগাযোগ করতে না পারে। মোট ৫৭টি স্থাপনা নির্মিত হয়েছে, যার মধ্যে বন্দিদের থাকার ভবন ১১টি।

নিরাপত্তা জোরদারে পুরো কারাগারের ভেতরে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মিত হয়েছে। নবনির্মিত কারাগারের দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে ফাঁসির মঞ্চ। ছাই রঙের টিনের শিট আর চালে ঢেউ টিনে নির্মিত ফাঁসির মঞ্চের ঘরটি, যা কিনা দেশের ‘সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ’ বলে দাবি কারা কর্তৃপক্ষের।

কারা সূত্রে জানা গেছে, খুলনায় পুরোনো ও নতুন দুটি কারাগার পরিচালনায় মোট ছয়শ জনবল প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে ২০৮ জন। সম্প্রতি নতুন করে আরও ৪৪ জনকে পদায়ন করা হয়েছে। সীমিত জনবল নিয়েই আপাতত দুটি কারাগার পরিচালনা করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো কারাগারে রাখা হবে খুলনা মহানগরের বন্দিদের এবং নতুন কারাগারে জেলার ৯ উপজেলার বন্দিদের।

নতুন এই কারাগারটি নির্মিত হয়েছে আধুনিক সংশোধনাগার হিসেবে। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ভবন, নারী, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, হাসপাতাল, ওয়ার্ক শেড ও মোটিভেশন সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। বন্দিদের চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার হাসপাতাল, আর কারারক্ষীদের পরিবারের জন্য নির্মিত হয়েছে স্কুল, ডাইনিং, লাইব্রেরি, সেলুন ও লন্ড্রি। শিশুসন্তানসহ নারী বন্দিদের জন্য রয়েছে ডে-কেয়ার সেন্টার, যেখানে সাধারণ বন্দিদের প্রবেশাধিকার থাকবে না।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ১০০ বন্দিদের স্থানান্তরের মধ্য দিয়ে। নতুন জেল হওয়ায় অনেক চ্যালেঞ্জ থাকতে পারে। প্রাথমিক পর্যায়ে ১০০ আসামিকে আনা হয়েছে।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, নতুন এ কারাগারে মোট ৫২টি অবকাঠামো রয়েছে। এই কারাগারে সর্বোচ্চ ৪ হাজার বন্দি ধারণ করতে সক্ষম। এটি একটি সংশোধনাগার হিসেবে নকশা করা হয়েছে। যেখানে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ইউনিট ছাড়াও কিশোর ও নারী বন্দিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

জানা গেছে, নতুন কারাগার কমপ্লেক্সটি খুলনা সিটি বাইপাস (রূপসা ব্রিজ রোড) রোডে ৩০ একর জমির ওপর নির্মিত হয়েছে। ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪৪ কোটি টাকার প্রাথমিক বাজেট এবং ২০১৬ সালের জুন মাস পর্যন্ত সময়সীমা দিয়ে খুলনায় কেন্দ্রীয় কারাগারের নির্মাণ প্রকল্পটি অনুমোদন করে। এরপর একাধিকবার সময়সীমা বাড়ানো এবং দুবার বাজেট সংশোধনের পর প্রকল্পের খরচ দাঁড়ায় ২৮৮ কোটি টাকায়। কারাগারটি ৪ হাজার বন্দি ধারণক্ষমতা সম্পন্ন হলেও, বর্তমান অবকাঠামোতে ২ হাজার বন্দি থাকতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

কোন বয়সের পর কমতে শুরু করে শুক্রাণু, যা বলছে গবেষণা

বাসদের ২২ নেতাকর্মী আটক

দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে : ধর্ম উপদেষ্টা

বিরোধীদের বিক্ষোভে নিহত ৭০০ / তানজানিয়ায় ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট সামিয়া

হাউস অব লর্ডসে ঐতিহাসিক চুক্তি / উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করবে অ্যাডভান্স হায়ার এডুকেশন

কৃষি ব্যাংকে বড় নিয়োগ, নেবে ১২৮৯ জন

রাত ১টার মধ্যে দশ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গুরুতর অভিযোগ

অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

১০

ঐকমত্য কমিশনের সদস্যদের নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান আমীর খসরুর

১১

অ্যান্ড্রয়েড ফোনের লুকানো এই সেটিং মুহূর্তেই ফাঁকা করবে ফোনের স্টোরেজ!

১২

বিএনপির অর্থদাতা ট্যাগে দখল হয়েছিল শিল্প গ্রুপ 

১৩

রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

১৪

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, দাফন করার কেউ নেই

১৫

ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, বিজেপি অফিস ভাঙচুর

১৬

সংস্কারসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ

১৭

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দাবি সাংবাদিকদের

১৮

নিলামে উঠবে সোনার টয়লেট, দাম শুনলে চমকে যাবেন

১৯

যৌথসভা ডেকেছে বিএনপি

২০
X