কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের নেটওয়ার্কে অনিবন্ধিত বা অননুমোদিত মোবাইল ফোনের সংযোগ বন্ধ আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। নতুন এই ব্যবস্থায় প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের বৈধ আন্তর্জাতিক আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধনের আওতায় আনা হবে। এতে সহজেই বৈধ ও অবৈধ ফোন শনাক্ত করা যাবে।

এখন অনেকের মনে প্রশ্ন—দেশ থেকে কেনা ফোন তো সহজেই নিবন্ধন করা যাবে, কিন্তু বিদেশ থেকে আনা বা উপহার হিসেবে পাওয়া ফোনের কী হবে? তাহলে কি বিদেশ থেকে আর ফোন আনা সম্ভব নয়, নাকি এসব ফোন ব্যবহার করা যাবে না?

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এমন হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। তবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটকেই নিবন্ধন করে নেটওয়ার্কে সচল রাখা হবে।

এদিকে বিদ্যমান ব্যাগেজ নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যক্তির আগে থেকেই দেশের নেটওয়ার্কে ব্যবহার করা একটি ব্যক্তিগত হ্যান্ডসেট থাকে, তবে তার বাইরে সে বিদেশ থেকে সর্বোচ্চ একটি হ্যান্ডসেট বিনা শুল্কে আনতে পারবে এবং একটি অতিরিক্ত হ্যান্ডসেট শুল্ক দিয়ে আনার সুযোগও থাকবে।

বিটিআরসি জানিয়েছে, নিবন্ধন ছাড়া কোনো বিদেশি ফোন দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে চালু রাখা যাবে না।

আসুন জেনে নেওয়া যাক বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি-

বিটিআরসি আরও জানিয়েছে, বিদেশ থেকে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd পোর্টালে প্রবেশ করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এরপর Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিতে হবে।

Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি—যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয়ের রসিদ ইত্যাদি—আপলোড করে Submit করতে হবে। হ্যান্ডসেট বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আর অবৈধ হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে সেই ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজপত্র লাগবে-

বিটিআরসি জানিয়েছে বিদেশ থেকে ক্রয় করা হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রয়োজন হবে—

স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন—

বিটিআরসি জানিয়েছে, বিদেশ থেকে কেনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য লাগবে— ১. পাসপোর্টের ব্যক্তিগত তথ্যযুক্ত পাতার ছবি।

২. পাসপোর্টে ইমিগ্রেশন সিল থাকা পাতার ছবি।

৩. ক্রয় রশিদ।

৪. প্রয়োজনে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র (যদি একটির বেশি হ্যান্ডসেট হয়)।

উপহার হিসেবে পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে ওপরের কাগজগুলোর সঙ্গে অতিরিক্তভাবে দিতে হবে ‘উপহারদাতার প্রত্যয়নপত্র’।

অন্যদিকে, এয়ারমেইলে পাওয়া হ্যান্ডসেটের জন্য প্রয়োজন হবে—

১. প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (যদি প্রযোজ্য হয়)।

২. প্রাপকের জাতীয় পরিচয়পত্র।

৩. ক্রয় রশিদ।

৪. শুল্ক প্রদানের রশিদ (যদি একটির বেশি হ্যান্ডসেট হয়)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর সর্বস্ব লুট

কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম

বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জামায়াত-বিজেপি-এলডিপির প্রধানসহ গানম্যান পাচ্ছেন ৫ ব্যক্তি

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাশেদ প্রধানের জন্য পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে জোরালো পদক্ষেপের আশ্বাস ইশরাকের

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আইইবি

১০

কৃষি জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১১

এনসিপি নেতা গুলিবিদ্ধ, যুবশক্তির নেত্রী আটক

১২

এনসিপি নেতাকে গুলি, দেশত্যাগ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৩

মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন নার্গিস

১৪

আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী পাঁচ বছরের ভাগ্য : সেলিমুজ্জামান

১৫

জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন / ‘নিকডু’ একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে, প্রত্যাশা চিকিৎসকদের

১৬

রাতে অভিযান চালিয়ে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার

১৭

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

১৮

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

২০
X