কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবতরণের পর বিমানের ল্যান্ডিং গিয়ারে মিলল ২ মরদেহ

জেটব্লু এয়ারওয়েজের একটি বিমান। ছবি : সংগৃহীত
জেটব্লু এয়ারওয়েজের একটি বিমান। ছবি : সংগৃহীত

অবতরণের পর জেটব্লু এয়ারওয়েজের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে দুজনের মরদেহ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সিবিএস নিউজ জানিয়েছে, সোমবার (৬ জানুয়ারি) রাতে বিমানটি অবতরণের পর নিয়মিত পরিদর্শনকালে মরদেহ দুটি পাওয়া যায়। পরে জেটব্লু এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে সাংবাদিকদের বিষয়টি জানায়।

জেটব্লু বলেছে, ওই ব্যক্তিরা কীভাবে বিমানটিতে প্রবেশ করেছিলেন তা জানতে তদন্ত চলছে। এটি একটি হৃদয়বিদারক পরিস্থিতি। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কীভাবে ঘটনাটি ঘটেছে তা বোঝার জন্য তদন্তের সব প্রচেষ্টাকে সমর্থন করি।

বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটরাডার-২৪-এর তথ্য মতে, এয়ারবাসটি সোমবার রাত ৮টা ২০ মিনিটে কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সে সময় নিউইয়র্কে রাতের তাপমাত্রা ছিল হিমশীতল। এটি ফোর্ট লডারডেলে পৌঁছায় সম্ভাব্য সময়ের কয়েক মিনিট দেরিতে রাত ১১টা ৩ মিনিটে। দুই ঘণ্টা ৪৩ মিনিটের ফ্লাইটে বিমানটি প্রায় ৩৮ হাজার ফুট উচ্চতায় পৌঁছেছিল।

ওই দুজন বিমানের ল্যান্ডিং গিয়ারে থেকে থাকলে বৈরী আবহাওয়াতেও মারা যেতে পারেন। কারণ, বিমানের ল্যান্ডিং গিয়ারের স্থানটি সব সময়ই প্রাণীর বেঁচে থাকার জন্য বিপজ্জনক বিবেচনা করা হয়।

প্রতিটি ফ্লাইটের আগে পাইলটদের বিমানের চারপাশে হাঁটার নিয়ম রয়েছে। তারা প্রতিটি অংশ দেখে ফ্লাইট পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, প্রাথমিক সেই পরিদর্শনে লুকিয়ে থাকা দুজন সবার দৃষ্টি এড়িয়ে যান।

ব্রোওয়ার্ড শেরিফের অফিস বলছে, নিহতরা উভয়েই পুরুষ এবং তাদের পরিচয় অজানা। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের শেষমুহূর্তের সঙ্গীদের পাওয়া গেলেও প্রকৃত ঘটনা জানা সহজ হবে।

এদিকে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হওয়ার খবর এসেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রশাসনিক প্রধান রজার কুক ও পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার রাতে নৌপুলিশ বিমানের ধ্বংসাবশেষ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।

নিহতের মধ্যে দুই পর্যটক সুইস ও ডেনমার্কের নাগরিক। সুইস নারীর বয়স ৬৫ বছর এবং ডেনমার্কের পুরুষ পর্যটকের বয়স ৬০ বছর। আরেকজন ৩৪ বছর বয়সী পাইলট। বিমানটিতে ছয় পর্যটক ও একজন পাইলট ছিলেন। বাকি চারজনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। রজার কুক বলেন, প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে একটি পাহাড়ে আঘাত করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউল্যাবে অনুষ্ঠিত হলো বৃহত্তম মার্কেটিং সামিট 

থানার ব্যারাকে ধর্ষণের শিকার সেই নারী সতীনের সংসার করতে চান

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

‘পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে’

সমাজের বরণীয়দের সব সময় স্মরণে রাখতে হবে : অপর্ণা রায়

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর...

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

১০

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১১

রাবিতে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

১২

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

১৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

১৪

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ: শ্রীলেখা

১৫

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

১৬

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

১৭

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

১৮

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

১৯

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

২০
X