কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল যুক্তরাষ্ট্রে দাবানলের কারণ

স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটিতে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। ছবি : সংগৃহীত
স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটিতে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের অন্যতম বিধ্বংসী দাবানল চলছে, যাতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন, ১ লাখ ৮০ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং ১০ হাজারেরও বেশি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শীতকালেও লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা একেবারে শহরটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অগ্নিনির্বাপণকর্মীরা দিন-রাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর বলছে, বৈরী আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব আগুনের তীব্রতাকে আরও বাড়াতে পারে। ফলে আগুন নেভানোর চেষ্টা আরও কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির জন্য প্রধান কারণ হচ্ছে শুষ্ক আবহাওয়া এবং শক্তিশালী ঝড়ো বাতাস।

দাবানলের সূত্রপাত কীভাবে?

গত অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র ০ দশমিক ৪ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, যা এই অঞ্চলে অত্যন্ত কম। এই পরিস্থিতি শুষ্কতা বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে যোগ হয়েছে স্যান্টা অ্যানা নামে পরিচিত একটি শক্তিশালী ঝড়ো বাতাস, যা সমুদ্র থেকে আসে। স্যান্টা অ্যানা বাতাসের গতি ঘণ্টায় ৬০-৮০ মাইল হতে পারে, কখনো কখনো এটি ১০০ মাইল বেগেও চলে, যা দাবানলের আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে।

বিবিসি জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বাতাসের গতি আবারও বাড়তে পারে।

মানুষ এবং অন্যান্য কারণ

এখন পর্যন্ত দাবানল সৃষ্টির জন্য প্রধানত বিরূপ আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে, তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মানুষেরও কোনো ভূমিকা থাকতে পারে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে থাকে, তবে তাকে গ্রেপ্তার করা হবে। বিদ্যুতের লাইনও আগুন ছড়ানোর একটি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এদিকে, কিছু বিশেষজ্ঞ দাবি করছেন, যুক্তরাষ্ট্রের অগ্নি নির্বাপণ দপ্তরের নতুন নীতির কারণে দাবানল মোকাবিলায় সমস্যা দেখা দিয়েছে। তবে ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জলবায়ু পরিবর্তনকে দাবানলের মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন।

জলবায়ু পরিবর্তনের ভূমিকা

ক্যালিফোর্নিয়া এবং পশ্চিম যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল গত এক দশক ধরে খরা কাটিয়ে উঠতে পারেনি, যা দাবানল বৃদ্ধির প্রধান কারণ। দুই বছর আগে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অঞ্চলটি এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো বলছে, জলবায়ু পরিবর্তন এবং বর্ধিত তাপমাত্রা দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, বর্ধিত তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের বিস্তার ও ঝুঁকি বৃদ্ধি করেছে।

এভাবে, যুক্তরাষ্ট্রে শীতকালেও দাবানলের ভয়াবহতা বাড়ার জন্য দুটি প্রধান কারণ রয়েছে- প্রথমত, শক্তিশালী ঝড়ো বাতাস এবং শুষ্ক আবহাওয়া, দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব।

তথ্য সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির আরও ১১ নেতাকে দুঃসংবাদ

একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন নবীজি (সা.)

বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ভোট নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুলের 

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান মামুনুল হকের

রাজশাহীর জনসভায় তারেক রহমান

আগে ’৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান : মির্জা ফখরুল 

বিমান থেকে নিজেই লাগেজ নিয়ে নামলেন তারেক রহমান

১০

হাইকোর্টের রায় / নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

১১

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

১২

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত : মাহদী আমিন

১৩

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

১৪

হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

১৫

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১৬

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

১৮

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

১৯

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

২০
X