কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশের প্রভাবে ইউএসএআইডির অর্থায়নে কিছু উন্নয়ন প্রকল্পের কাজ স্থগিত হয়ে গেছে। এ পদক্ষেপটি এরই মধ্যে কার্যকর হয়েছে। এতে বাংলাদেশের নানা উন্নয়ন কার্যক্রমে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করা প্রকল্পগুলোতে মার্কিন অর্থায়ন বন্ধ রাখা হবে। এতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে। ইউএসএআইডি-বাংলাদেশের পরিচালক ব্রায়ান অ্যারেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর, সংশ্লিষ্ট প্রকল্পের সব কাজ বন্ধ করে দেয়া হবে এবং অংশীদারদের যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ নির্বাহী আদেশের মূল উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পুনঃমূল্যায়ন করা। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশে তাদের অর্থনৈতিক সহায়তা যাচাই করতে চাইছে। তারা নিশ্চিত করতে চাইছে, অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে এটি কার্যকরী।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিশ্বব্যাপী এ সহায়তা স্থগিতের মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টিসহায়তা সহায়তা অব্যাহত রাখা হবে। তবে এই সহায়তার পরিমাণে পরিবর্তন হতে পারে।

রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা বন্ধ না হলেও এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের বাজার রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের নীতির কারণে তৈরি পোশাকশিল্পে বড় ধরনের প্রভাব পড়বে না। কিন্তু বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। কারণ মার্কিন অভিবাসন নীতির পরিবর্তনে অনেকে সংকটে পড়তে পারেন।

এখন পর্যন্ত ৫০ বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দিয়ে এসেছে। ২০২১ সালে ৫০ কোটি, ২০২২ সালে ৪৭ কোটি, ২০২৩ সালে ৪৯ কোটি ও ২০২৪ সালে ৪৫ কোটি ডলার সহায়তা পেয়েছে বাংলাদেশ।

এখন ট্রাম্পের নতুন নির্দেশনার ফলে জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন প্রকল্পে প্রভাব পড়বে। স্বাস্থ্য খাতের পিইপিএফএআর (এইচআইভি/এইডস) কর্মসূচি বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। এরই মধ্যে এ কর্মসূচি আড়াই কোটি মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে। এ ছাড়া বাংলাদেশে সামরিক সহায়তাও বন্ধ হতে পারে। কারণ ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তাকে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে বিদেশি সহায়তার জন্য নতুন তহবিল দেওয়া হবে না। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, এ স্থগিতাদেশ বৈশ্বিক অস্থিরতা ও জীবনহানি বাড়াতে পারে। অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান মন্তব্য করেছেন, এতে সংকটে থাকা কমিউনিটির জীবনকে বিপর্যয়কর হবে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬ হাজার কোটি ডলার বিদেশি সহায়তা খরচ করেছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি হলেও এটি যুক্তরাষ্ট্রের মোট সরকারি ব্যয়ের মাত্র ১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের স্থগিতাদেশে ৯০ দিনের কথা বলা হয়েছে। এটি এক ধরনের রিভিউ পিরিয়ড। পর্যালোচনার পর কোন দেশকে সহায়তা দেওয়া হবে এবং কতটুকু সহায়তা বজায় থাকবে, তা স্পষ্ট হবে। বাংলাদেশে মার্কিন নীতি কী হবে, তা নির্ভর করবে পরবর্তী সময়ে চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্দির পরিদর্শন করলেন ছাত্রদল নেতা ডা. জনি

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মান্নান

স্বেচ্ছাসেবা বদলে দিতে পারে জনপদ ও জনজীবন দৃশ্যপট

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

এক মুঠো চালের আশায় ক্লান্ত মানুষের রাতভর অপেক্ষা

শারদীয় দুর্গা উৎসবে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের হেল্প ডেস্ক

চট্টগ্রামে শুরু হলো ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস

নাটোরে মন্দির পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

রংপুরে আরও দুজনের অ্যানথ্রাক্স শনাক্ত

সাবেক এমপি নয়নের বাড়িতে ফের আগুন ও লুটপাট

১০

মির্জাপুরে ৩ উপদেষ্টার পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

১১

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মারধর, এলাকাবাসী বলছে বেত্রাঘাতের ক্ষোভ

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা

১৩

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

১৪

হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস বাংলাদেশের : মাহফুজ আলম

১৫

শিশুদের ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা বন্ধ করলেন ইউএনও

১৬

‘কথা ছিল ক্যাম্পাসে থাকার, কিন্তু প্রকৃতি এখানে এনে দাঁড় করিয়েছে’

১৭

বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গঠন করবে : আজাদ

১৮

বিসিবি নির্বাচন নিয়ে ‍মুখ খুললেন ইশরাক

১৯

গুপ্তচরাবৃত্তির অভিযোগে দুই ফিলিস্তিনি শিশুকে আটক করল ইসরায়েল

২০
X