কলমকে ছুরি মনে করে পুলিশের ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ভিডিও প্রকাশিত হওয়ায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডেনভার রাজ্য পুলিশ। যেখানে ব্রান্ডন কোল (৩৬) নামের এক যুবককে লক্ষ্য করে পুলিশের এক কর্মকর্তার গুলি ছুড়তে দেখো গেছে।
ভিডিওতে দেখা গেছে, কোল হাতে মার্কার নিয়ে পুলিশের দিকে তেড়ে আসছেন। এ সময় পুলিশ সেটিকে ছুরি মনে করে গুলি ছোড়ে। এতে মাটিতে লুটিয়ে পড়েন কোল। পরে দেশটির কর্তৃপক্ষের তদন্তে দেখা যায়, ওই যুবকের হাতে অস্ত্রের বদলে কলম ছিল।
এ বিষয়ে ডেনভার রাজ্য পুলিশের প্রধান রন থমাস সিএসবি নিউজকে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জরুরি সেবা নম্বরে পারিবারিক সহিংসতার একটি কল পায় ডেনভার পুলিশ। এতে তারা কোল তার স্ত্রীকে হুইলচেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এবং ছেলেকে খুঁজছেন বলে জানতে পারেন।
পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে হুইলচেয়ারে বসে রয়েছেন এক নারী। এ সময় তিনি পুলিশকে বলছেন, আমার স্বামীর দিকে বন্দুক তাক করবেন না। পুলিশও তাকে শান্ত হতে অনুরোধ জানায়। কিন্তু কোল ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে তেড়ে যান। তাকে পুলিশের এক কর্মকর্তা স্টেনগান দিয়ে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন।
এরপর পুলিশের আরেক কর্মকর্তার দিকে এগিয়ে যান কোল। পুলিশের ওই কর্মকর্তা তার হাতের কলমকে ছুরি মনে করে গুলি ছুড়লে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার হাত থেকে কলমও মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
মন্তব্য করুন