বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন সবারই জানা। অথচ কিছুদিন আগেও তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। এবার তাদের দ্বন্দ্ব নিয়ে নতুন এক আলোচনা সামনে এসেছে।
জানা গেছে, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জেরে এবার নিজের ফোন নম্বরই বদলে ফেলেছেন ইলন মাস্ক। সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ও নিউইয়র্ক পোস্টে স্পিকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ সংক্রান্ত বিরোধের সময় আমি মাস্ককে একটি খুদে বার্তা পাঠানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, তিনি তার ফোন নম্বর পরিবর্তন করে ফেলেছেন।”
‘বিগ বিউটিফুল বিল’ মূলত যুক্তরাষ্ট্রের বাজেট ও কর বিল, যা ধনীদের জন্য বড় অঙ্কের করছাড় নিশ্চিত করে। তবে সেই বিলের আওতায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট আনা হয়। বিষয়টি নিয়ে মাস্ক শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছেন।
বিলে ট্রাম্পের স্বাক্ষরের কিছুদিন পরই মাস্ক ঘোষণা দেন, তিনি ‘নিউ আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তারপর থেকেই তাদের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। স্পিকার জনসনের মতে, বিলের পর থেকে মাস্ক আর ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেননি।
বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের ফোন নম্বর পরিবর্তন নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়- এটি মার্কিন রাজনীতিতে মাস্কের অবস্থান এবং ট্রাম্পবিরোধী মনোভাবেরই প্রতিফলন।
বিশ্ব রাজনীতিতে যখন প্রযুক্তি ও পুঁজির প্রভাব ক্রমেই বাড়ছে, তখন দুই প্রভাবশালী ব্যক্তির এই দ্বন্দ্ব আগামী দিনে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন