যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে ঘটনাটি ঘটে। খবর পেয়ে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তারা এক বিবৃতিতে বলেছে, চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে ঘটনার কারণ এখনো অস্পষ্ট। অভিযুক্তের ব্যাপারেও কোনো তথ্য জানায়নি পুলিশ। রয়টার্স, দ্য টাইমস অব ইসরায়েল ও দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, তারা ঘটনার কারণ জানার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ বিস্তারিত জানালে প্রতিবেদন আপডেট করা হবে।
পশ্চিমা দেশে প্রায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর আগে এপ্রিলের শেষের দিকে কানাডার ভ্যাঙ্কুভার শহরে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়িচাপায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় ফিলিপিনো কমিউনিটির আয়োজিত ‘লাপু লাপু ডে’ উৎসব চলাকালীন একটি গাড়ি মানুষের ভিড়ে উঠে পড়ে।
তখন প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালো রঙের গাড়ি এলোমেলোভাবে চলছিল এবং হঠাৎ করেই সেটি উৎসবস্থলে ঢুকে পড়ে। হাজারো মানুষ তখন উৎসবে উপস্থিত ছিলেন। এক প্রত্যক্ষদর্শী ও খাবারের ট্রাকের মালিক, ইয়োসেব ভারদেহ বলেন, ‘আমি শুধু একটি ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম, বাইরে এসে দেখি রাস্তার মাঝে শুধু শরীর ছড়িয়ে ছিটিয়ে আছে।’
মন্তব্য করুন