আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে ডুবোযান টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। একইসঙ্গে টাইটানে আরোহীদের অনুমিত দেহাবশেষও উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
বুধবার (১১ অক্টোবর) মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হওয়া টাইটানের কিছু অংশ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নেওয়া হয়েছে। আর অনুমিত মানব দেহাবশেষ চিকিৎসা কর্মকর্তারা বিশ্লেষণ করে দেখবেন।
গত ১৮ জুন সমুদ্রের তলদেশে ঐতিহাসিক টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যান পাঁচ আরোহী। ছোট আকারের ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। দুর্ভাগ্যজনকভাবে ডুবোযানটি বিস্ফোরণ হলে পাঁচ আরোহীরই মৃত্যু হয়। একই সঙ্গে অন্তর্মুখী চাপের কারণে ভেঙে টুকরো টুকরো হয় ডুবোযানটি।
নিহতরা হলেন- পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ব্রিটিশ ব্যবসায়ী হ্যামিশ হার্ডিং (৫৮), ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল অঁরি নাজোলে (৭৭) এবং মার্কিন সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টকটন রাশ (৬১)।
প্রসঙ্গত, সমুদ্র-পর্যটনে ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। এর আগেও অনেকে এই ডুবোযানে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। উত্তর আটলান্টিক মহাসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৮০০ মিটার (১২৪৬৭ ফুট) নীচে আছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ।
মন্তব্য করুন